আইপিএল শুরুর আগেই চাকরি গেল এই দলের হেড কোচের

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিসকে ১৬.২৫ কোটি টাকায় নিয়েছে রাজস্থান রয়্যালস। আর নিলামের পরই তারা সরিয়ে দিল দলের হেড কোচকে। বর্তমানে অস্ট্রেলিয়া টি ২০ দলের হেড কোচ অ্যান্ড্র ম্যাকডোনাল্ডকে তিন বছরের জন্য হেড কোচ হিসেবে নিয়োগ করেছিল রাজস্থান। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুই পক্ষের সম্মতিক্রমেই তাঁকে কোচের পদ থেকে সরানো হলো।

উল্লেখ্য, ২০২০ সালের আইপিএলের আগে ম্যাকডোনাল্ডকে নিয়োগ করা হয়েছিল। যদিও পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করে রাজস্থান রয়্যালস। হল্লা বোল কাজে না আসায় সম্প্রতি শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমারা সাঙ্গাকারাকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। আইপিএল নিলামে দল গঠন নিয়ে তাঁর মতামতকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আইপিএল নিলামেও ম্যাকডোনাল্ডের কোনও ভূমিকা ছিল না বলেই জানা গিয়েছে। তিনি অস্ট্রেলিয়ার দল নিয়েই ব্যস্ত ছিলেন।

More IPL 2021 News