বিভিন্ন রাজ্যে বৃষ্টির আশঙ্কা
ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে চলেছে দেশের বিভিন্ন অংশে। ফলে তুষারপাতের সঙ্গে বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একদিকে যেমন কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনই হিমাচল প্রদেশেরই সিমলা, কুলু, চাম্বাতে বৃষ্টির জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
শক্তি হারিয়েছে ঘূর্ণাবর্ত
এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তর ২৪ পরগনায় কুয়াশার দাপট ছিল। দু-একটি জায়গায় বৃষ্টিপাতও হয়েছে। এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ন্যূনতম তাপমাত্রা কোনও কোনও জায়গায় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে ছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে নাগাল্যান্ড থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত একটি পশ্চিম হাওয়ার একটি রেখা চলে গিয়েছে। এছাড়া সিকিম ও সংলগ্ন এলাকার ওপরে থেকে ঘূর্ণাবর্ত এবং উত্তর প্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপরে থাকা ঘূর্ণাবর্ত শক্তি হারিয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
রবিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চারদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতার কোনও কোনও জায়গায় কুয়াশার দাপট থাকতে পারে বলেও জানানো হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৫.৬ (১৭.৭)
বালুরঘাট ১৪.৪ (১২.৪)
বাঁকুড়া ১৫.৮ (১৯.১)
ব্যারাকপুর ১৪.২ (১৮.২)
বহরমপুর ১২.৬ (১৩.৬)
বর্ধমান ১৮.৮ (১৭.৮)
ক্যানিং ১৫.৬ ( ২১)
কোচবিহার ১২.৩ ( ১২.৬)
দার্জিলিং ৭.৪ (৭ )
দিঘা ১৭.২ (২০.৪)
কলকাতা ১৬.৯ ( ২১.১)
মালদহ ১৭.৬ (১৮.৩)
পানাগড় ১৩.৮ ( ১৭.৩)
পুরুলিয়া ১৫.১ (১৬.৯)
শিলিগুড়ি ১১.৩ (১১.৬)
শ্রীনিকেতন ১৪.৮ (১৭.৬)