'বামেদের সরিয়ে ক্ষমতায় এসেও তেমন কিছু করতে পারেনি তৃণমূল'! কোন সুর রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের কণ্ঠে

কয়েকদিন আগেই তিনি জানিয়েছেন যে , বাংলার ভোটে তিনি দাঁড়াতে চান না। সেই বার্তা তিনি দলীয় নেতৃত্বের কাছে জানিয়েওছেন। এরপর এক ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়ে রবিরঞ্জন চট্টোপাধ্যায় একাধিক বক্তব্য রেখেছেন প্রাক্তন দল সম্পর্কে। যা রীতিমতো জল্পনার পারদ তুঙ্গে রেখেছে।

তৃণমূল নিয়ে কী বলছেন রবিরঞ্জন?

বর্দমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্য়ায় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে আগেই জানিয়েছেন। তবে তাঁর বক্তব্য যে রাজনীতির আঙিনায় এখনও প্রাসঙ্গিক তা বলাই বহুল্য। তৃণমূল সম্পর্কে মুখ খুলে রবিরঞ্জন চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন,' দলের দরকার কিছু সংশোধনের। যে পার্টিতে আমি যোগ দিয়েছিলাম, এখন আর সেই পার্টি নেই। অনেকটা নিচের দিকে নেমে গিয়েছে।'

'তেমন কিছু করতে পারেনি তৃণমূল'

রবিরঞ্জন চট্টোপাধ্য়ায় জানিয়েছেন,'বামেদের ৩৪ বছরের শাসনকে উৎপাটিত করে তৃণমূল ক্ষমতায় আসে। তবে এটি পরিবর্তনের ক্ষেত্রে খুব কিছুই করতে পারেনি।' সিপিএমের হেভিওয়েট নিরুপম সেনকে হারিয়ে ২০১১ সালের বিধানসভো ভেটে বর্ধমান দক্ষিণ থেকে ঘাসফুল ফুটিয়েছিলেন রবিরঞ্জন। পরবর্তীকালে তিনি রাজ্যের মন্ত্রীও হন। এরপর ২০১৬ সালে তিনি ফের নিজের কেন্দ্রে জেতেন। তবে এরপর তৃণমূলের মন্ত্রিসভায় রবিরঞ্জনকে আর দেখা যায়নি।

মন্ত্রিত্ব থেকে রাজনীতি নিয়ে রবিরঞ্জন

মন্ত্রিত্ব নিয়ে মুখ খুলতে গিয়ে ওই সাক্ষাৎকারে রবিরঞ্জন চট্টোপাধ্যায় বলেন,' ২০১৬ সাল থেকে আমি কাজ করতে পারিনি মানুষের জন্য। আমি জানি না কেন। ' তিনি বলেন, রাজনীতিতে যাঁদের আসা উচিত নয়, তাঁরাই আসছেন। তিনি বলছেন, 'মনে হচ্ছে কেমন যেন সব খারাপের দিকে যাচ্ছে। ' নিজের রাজনৈতিক কেরিয়ার সম্পর্কে রবিরঞ্জনের দাবি,'যেখানে আমি শান্তি পাই , সেখানেই আমি সন্তোষ বোধ করি। তাই আমি ছেড়ে দেওয়ার কথা ভেবেছি।'

মমতার তরফে ফোন এসেছিল?

তিনি ভোটে লড়বেন না বলে দলের নেতৃত্বকে যে চিঠি পাঠিয়েছেন, তার জবাব এখনও পাননি বলে জানান রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'এখনও কোনও ফোন পাইনি। আমনকি আমি হাসপাতালে যখন ছিলাম, তখন কেউ আমার স্বাস্থ্যেরও খোঁজ নেননি।'

ফেসবুক কাণ্ডে পুত্রবধূ আঁখি দাসকে নিয়ে শ্বশুর রবিরঞ্জন কী বলছেন?

প্রসঙ্গত, কয়েক মাস আগেই ফেসবুকের এক বিতর্কিত কাণ্ডে সংস্থার এক্সিকিউটিভ আঁখি দাসের নাম জড়িয়েছে। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের পুত্রবধূ। আঁখিকে নিয়ে কথা বলতে গিয়ে রবিরঞ্জন বলেন, 'আমি বিশ্বাস করি আঁখি খুবই বুদ্ধিমতী। আর সে খুবই কর্মঠ। ফেসবুকের জন্য তাঁর পরিশ্রমকে আমি সম্মান করি।'

'যাঁরা তৃণমূলকে ভোট দেবেন না, বাড়িতে শুয়ে থাকবেন', প্রকাশ্যে দলীয় নেতার বক্তব্য নিয়ে মমতা শিবিরের কোন বার্তা

More TMC News