ভাষা দিবসের অনুষ্ঠানে বিজেপিকে নেংটি ইঁদুরের সঙ্গে তুলনা, আর কী বললেন মমতা

ভাষা দিবসের অনুষ্ঠানে বিজেপির (bjp) বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) । এদিন তিনি দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে বলেন, বাংলাকে নিয়ে কেউ কেউ ব্যাঙ্গ করেন। ভয় দেখান। এরপরেই তিনি বলেন, বিজেপি তো নেংটি ইঁদুর (rat), ওদের ভয় পাব কেন। ভাষার সঙ্গে রাজ্যের নাম জড়িয়ে আছে বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

More MAMATA BANERJEE News