আসাদউদ্দিনের সভায় আব্বাস কি আমন্ত্রণ পাচ্ছেন না! বাম-কংগ্রেস জোট অঙ্কের মাঝে তুঙ্গে জল্পনা

রাজ্যে ফের একবার পা পরাখছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন সিদ্দিকি। তিনি গতবার বাংলার বুকে পা রেখে সোজা গিয়েছিলেন হুগলিতে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করতে। সেখানে 'ভাইজান' আব্বাসকে সঙ্গে নিয়েই আসাদউদ্দিন জানিয়েছিলেন বাংলার ভোটে একযোগে লড়াইয়ের কথা। এবার সেই জায়গা থেকে একাধিক অঙ্কে সমীকরণ খানিকটা পাল্টে যাচ্ছে বলে ধারনা বহু মহলের।

মেটিয়াবুরুজের সভা ও আব্বাস-আসাদ সমীকরণ

২৫ ফেব্রুয়ারি বাংলায় আসছেন আসাদউদ্দিন সিদ্দিকি। মেটিয়াবুরুজে কলকাতার উপকণ্ঠে তিনি সভা করবেন। একাধিক নামী সংবাদমাধ্যম সূত্রের খবর যে , ওই সভাতে আব্বাস সিদ্দিকিকে আমন্ত্রণ জানানো হয়নি আসাদদদের তরফে। আর এই জায়গা থেকেই শুরু হয়েছে জল্পনা।

মিম-আইএসএফ সমীকরণ

এদিকে, বাম কংগ্রেস জোট আলোচনায় , উত্তরবঙ্গে আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে যখন সহমতে আসতে পারছে না আব্বাস শবির, তখনই আসাদের সভায় এভাবে আব্বাসদের আমন্ত্রণ না জানানোর ঘটনা সূত্র মারফৎ প্রকাশিত হতে থাকে বহু মিডিয়ায়। সেই জায়গা থেকে এআইএমআইএম বলছেন আমন্ত্রণ কাউকেই জানানো হয়নি। তবে , এর আগে আসাদউদ্দিনের মিমের হাত ধরে বাংলার ভেটে জোট অঙ্ক জিইয়ে রাখার পরিকল্পনায় ছিলেন আব্বাসরা। সেই জায়গা থেকে নতুন এই ঘটনা রীতিমতো তাৎপর্য রাখছে।

মিম নিয়ে নৌসাদের বার্তা

এদিকে, মিমের সম্পর্কে সমীকরণ স্থাপন করা নিয়ে নৌসাদ জানিয়েছেন, 'আমরা বাম কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা করছি। আগে ওই ব্যাপারটা হোক। তারপর মিম নিয়ে ভাববো। '

জোট অঙ্ক কোনদিকে?

এদিকে মিমের মতো দলকে আগে থেকেই দূরে রেখে এগিয়ে যাওয়ার পক্ষে ছিলেন অধীররঞ্জনরা। বহুবার বিহার ভোটের পরই বিজেপির বি টিম বলে মিমকে কটাক্ষ করেন কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী আসাদউদ্দিনের মিমকে 'ভোট কাটওয়া' বলেও কটাক্ষ করতে ছাড়েননি। সেই জায়গা থেকে আব্বাসরা বাম কংগ্রেস জোটের মধ্যে একযোগে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়াতেই কি আসাদউদ্দিনদের তরফে পীরজাদার কাছে আমন্ত্রণ গেল না? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ২৫ ফেব্রুয়ারির আগে যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে।

রবিবাসরীয় সকালে স্বস্তির খবর, দাম কমে কত হল পেট্রোল-ডিজেলের দাম

More ASADUDDIN OWAISI News