স্মার্ট লুক কে না চায়। আর এই স্মার্ট লুকের জন্য প্রত্যেকেই এক-দুদিন অন্তর সেভিং করেন। কিন্তু জানেন কি, বেনামী সংস্থার সেভিং ক্রিম ব্যবহার করলে অচিরেই আপনার মুখের ত্বকে বয়সের ছাড় পড়ে যাবে। মুখে কালো দাগও দেখা দিতে পারে। ত্বক শুষ্ক হয়ে ছোপ ছোপ দাগ দেখা দেওয়ারও সম্ভাবনা প্রবল। তাই আজই সাবধানী হোন। পুরুষদের আজ থেকেই নিজেদের মুখের ত্বকের ব্যাপারে অনেক বেশি যত্নশীল হওয়া প্রয়োজন।

 

বিশেষত যারা প্রতিদিন সেভ করেন। তাঁদের ত্বকের প্রতি বেশি যত্ন নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সকালে স্নানের সঙ্গেই সেভিং করলেই ভালো। কারণ স্নানের সময় সারা শরীরে জল পড়ার দরুণ এমনিতেই মুখের চামড়া নরম থাকে। একাধিক সংস্থা এখন সেভিং ক্রিম তৈরি করে। কেমনই নামী কোনও সংস্থার সেভিং ক্রিম কিনে ফেলুন আজই। এক্ষেত্রে আয়ুর্বেদিক বেশ কিছু সেভিং ক্রিমও পাওয়া যায়। আয়ুর্বেদিক সেভিং ক্রিম আপনার ত্বকের ক্ষেত্রে দারুণ কার্যকরী হতে পারে। এটি আপনার মুখের হারিয়ে যাওয়া জেল্লা ফেরাতেও সাহায্য করবে।

 

বিশেষজ্ঞরা আৎও জানাচ্ছেন, শুধু সেভিং ক্রিম নামী সংস্থার হলেই চলবে না। মুখের যত্ন রাখতে আপনাকে অবশ্যই ভালো রেজারও ব্যবহার করতে হবে। কখনই দাড়ি কাটার সময় চেপে রেজার টানবেন না। এতে ত্বকের ক্ষতি হয়। তাই ত্বক নরম রাখতে ধীরে ধীরে রেজার টানুন। সেভ করার পর মুখে অ্যান্টিসেপ্চিক ক্রিম লাগাতে পারেন। কারণ, দাড়ি কাটার সময় অনেক সময়েই আমাদের অজান্তেই মুখ কেটে যায়। অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগালে এটি থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমে যায়।

 

অনেকেই ব্লেড দিয়ে দাড়ি কাটতে অভ্যস্ত। বিশেষজ্ঞরা তাঁদের উদ্দেশ্যে বলছেন, এক্ষেত্রেও কম দামী ব্লেড আপনার মুখের চামড়ার জন্য ক্ষতিকারক। মুখ কোমল ও মসৃণ রাখতে দাড়ি কাটার সময় ব্যবহার করুন দামী ব্লেড। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সেভিং কিট রয়েছে। এগুলোর দাম ও মান যাচাই করে ভালোমানের কিট আপনার জন্য আজই বেছে নিন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

সিনেমার বড় পর্দা থেকে টেলি পর্দার জগতে কতটা সম্মান পাচ্ছেন মেয়েরা? জানাবেন মিডিয়া টিচার অনুজা বাগচী।