আসাদ-আব্বাস রাজনৈতিক সম্পর্ক
আগামী ২৫ ফেব্রুয়ারি কলকাতার মেটিয়াবুরুজে সভা করার কথা রয়েছে আসাদউদ্দিন ওয়েইসির।এআইএমআইএমের এই সভায় ডাক আসেনি আইএসএফ এর আব্বাসউদ্দিন সিদ্দিকির জন্য। হুগলির ফুরফুরা শরিফের এই পীরজাদার সঙ্গে সাম্প্রতিক বাম কংগ্রেসের জোট আলোচনা এগোতেই এমন ঘটনা রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। সেই জায়গা থেকে মুখ খুলেছেন আব্বাস।
আসাদের সভা ও আব্বাসের বার্তা
এদিকে, আসাদের সভায় আব্বাস এখনও আমন্ত্রণ পাননি বলেই জানিয়েছেন। পাশাপাশি, তাঁর দাবি আমন্ত্রণ আসলেও সেই দিন তাঁর অন্য কর্মসূচি রয়েছে। ফলে তিনি আসাদের সভায় যেতে পারবেন না। প্রসঙ্গত, এর আগে বাংলায় এসে সবচেয়ে আগে আব্বাসের সঙ্গে একজোট হয়ে লড়ার বার্তা দেন আসাদ। তারপর বাম, কংগ্রেস আব্বাসদের হাত ধরতে চান আব্বাস নিজে আইএসএফ পার্টিটি লঞ্চ করার পর। তারপর রাজনীতির জল অনেক দূর গড়ায়। এমন অবস্থায় আসাদউদ্দিন কলকাতায় এসে কী বলেন সেদিকে তাকিয়ে বাংলা।
মালদার কোতুয়ালি পরিবার ও ফুরফুরা শরিফ
এদিকে, বাম কংগ্রেসের জোট রাজনীতিতেও একাধিক জটে আটকে রয়েছে আব্বাস ক্যাম্প। কংগ্রেসের সঙ্গে উত্তরবঙ্গে আসনরফা নিয়ে এখনও অনেক সমঝোতার রাস্তা আব্বাসদের বাকি বলে খবর। সেই জায়গা থেকে মালদহে দেলা কংগ্রেস সভাপতি আবু হাসান খান চৌধুরী আব্বাসদের আসন দাবি দাওয়া নিয়ে বেশ ক্ষুব্ধ। মালদহে পীরজাদার বহু অনুগামী রয়েছে বলে খবর। এদিকে,মালদহে কোতুয়ালি পরিবারের প্রভাবও অনস্বীকার্য। সেই জায়গা থেকে মালদা কংগ্রেসে আইএসএফের দাবি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কয়েকদিন আগে ফুরফুরা শরিফে ইসা খান চৌধুরীকে নিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করেন আবু হাসান খান চৌধুরী।তবে তিনি জনিয়েছেন, ব্যক্তিগত সম্পর্ক আর রাজনৈতিক লড়াই এক নয়।
আব্বাসদের আসনের দাবি নিয়ে কংগ্রেস নেতার কোন বক্তব্য
শোনা যাচ্ছে উত্তরবঙ্গের ১৭ টি আসন নিয়ে জোটে জোরদার সওয়াল করেছে আব্বাসের আইএসএফ। এরমধ্যে মালদার বহু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রয়েছে। সেখানে কংগ্রেসের কোতুয়ালি পরিবারের দাপটও কম নয় রাজনৈতিক দিক থেকে। সেই জায়গা থেকে আবু হাসান খান চৌধুরীর বক্তব্য, আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটের বিষয়টি এআইসিসি এবং পিসিসি দেখছে। তবে , আব্বাসের আসনের দাবি অত্যন্ত বেশি বলে দাবি করেন আবু হাসান চৌধুরী। তিনি বলেন, আব্বাস জেলা ধরে ধরে আসন দাবি করছেন। এত বেশি আসন মানা কঠিন। কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা জানিয়েছেন, মালদহে আসন ছাড়তে তিনি ব্যক্তিগতভাবে নারাজ। এমনই খবর উঠে এসেছে 'নিউড এইট্টিন' এর খবরে।