আজকাল খাবার গরম করতে অনেকেই কেনেন মাইক্রোওয়েভ। একাধিক সংস্থা মাইক্রোওয়েভ তৈরি করে। কিন্তু জানেন কি সব ধরনের পাত্র মাইক্রোওয়েভে ব্যবহার করা যায় না। মাইক্রোওয়েভপ্রুফ পাত্র ছাড়া অন্য জিনিস এই মেশিনে ঢোকালে বিপদ হতে পারে। সেক্ষেত্রে আপনার সাধের মাইক্রোওয়েভটি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এমনকী শর্টসার্কিট হয়ে বড়সড় বিপদ ঘটে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
সামান্য কিছু অসাবধানতার জন্য পরিবারের জন্য বিপদ ডেকে আনবেন না, সচেতন হোন আজই। মাইক্রোওয়েভে খাবার গরম করার জন্য শুধুমাত্র মাইক্রোওয়েভপ্রুফ কন্টেনারই ব্যবহার করুন।
কাচের পাত্র মাইক্রোওয়েভের জন্য একদম বেস্ট অপশন। তাই কাচের পাত্র মাইক্রোওয়েভে ঢোকাতেই পারেন। খাবার তাড়াতাড়ি গরমও যেমন হবে। তেমনি এটি স্বাস্থ্যসম্মতও বটে। যে কোনও রান্না করা খাবার কাচের পাত্রে তুলে নিয়ে তারপর তা মাইক্রোওয়েভে ঢোকান। কতক্ষণের জন্য তা গরম করবেন সেই সময় আগে থেকে নির্ধারণ করে দিন। তারপর সময় মতো সেটি নামিয়ে পরিবেশন করুন। বর্তমানে অনলাইন সাইটগুলিতে নানা আকারের কাচের পাত্র পাওয়া যায়। নিজের বাজেট অনুযায়ী ঝটপট তা কিনে ফেলুন এবং সেই পাত্রেই মাইক্রোওয়েভে খাবার গরম করুন।
এছাড়াও বর্তমানে একাধিক সংস্থা মাইক্রোওয়েভপ্রুফ পাত্র তৈরি করে। ছোট থেকে বড়—নানা সাইজের কন্টেনার আপনি পাবেন। মাইক্রোওয়েভপ্রুফ এমনই কিছু পাত্র আজই কিনে ফেলুন। পছন্দের খাবার বানিয়ে তা গরম করতে মাইক্রোওয়েভে রাখুন। পরে গরম হলে সেটি নামিয়ে পরিবেশন করুন। অফিস বা অন্য কোনও কর্মক্ষেত্র বা স্কুল-কলেজে টিফিন নিয়ে যেতে হলে মাইক্রোওয়েভ প্রুফ কন্টেনার কিনে ফেলুন। নানা সাইজের রং-বেরঙের নানা মাইক্রোওয়েভপ্রুফ কন্টেনার পাওয়া যায়। তেমনই কয়েকটি কিনে ফেলুন আপনার ও পরিবারের বাকিদের জন্য যারা বাইরে যান। আপনার বাজেটের মধ্যে এমন বেশ কিছু মাইক্রোওয়েভ প্রুফ কন্টেনার পাওয়া যায়। শুধু পছন্দ করে একটি কিনে ফেললেই হলো। তাহলে আর দেরি নয়। আজই ঘরে আনুন পছন্দের মাইক্রোওয়েভ প্রুফ কন্টেনারটি।তাই মাইক্রোওয়েভপ্রুফ পাত্রই ব্যবহার করুন।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.