পেট্রোপণ্যের বর্ধিত দাম প্রত্যাহার করুন, মোদীকে লেখা চিঠিতে গর্জে উঠলেন সোনিয়া

নতুন বছরের শুরু থেকেই অগ্নিমূল্য পেট্রোপণ্য। এমনকী দফায় দফায় পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ওঠার জোগাড় আম-আদমির। এদিকে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে এর আগে কেন্দ্রের তরফে একাধিক যুক্তি খাড়া করা হলেও বিরোধীদের তোপের কাছে সেসবই দিশাহীন। এদিকে পেট্রোল-ডিজেন ১০০-র গণ্ডি ছুঁয়ে ফেলায় আগেই মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এবার আসরে নামলেন সোনিয়া।

পেট্রোল-ডিজেলের লাগামহীন দাম বৃদ্ধি নিয়ে এদিনই কেন্দ্রের বিরুদ্ধে খড়গহস্ত হতে দেখা যায় সোনিয়াকে। এমনকী তাঁর তীব্র ক্ষোভের কথা জানিয়ে কেন্দ্রেকে একটি চিঠিও লেখেন তিনি।এমনকী ওই চিঠিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্ধিত দাম প্রত্যাহারেরও আর্জি জানান তিনি। এমনকী সোনিয়ার যুক্তি কেন্দ্রে যখন ইউপিএ সরকার ছিল তখন প্রতি ব্যারল প্রতি কাঁচা তেলের যা দাম ছিল এখন তার অর্ধেক। কিন্তু তারপরেই সাধারণ মানুষের ঘাড়ে বন্দুক রেখেই রাজকোষ ভর্তি করতে চাইছে মোদী সরকার।

কিন্তু কাঁচা তেলের দাম কমার কোনও সুবিধাই পায়নি সাধারণ মানুষ। অথচ সরকারের কাজই হলল সাধারণ মানুষের উপর থেকে এই সমস্ত চাপ কমানো। কিন্তু সেই কাজ করছে না বর্তমান সরকার। উল্টে শুধুমাত্র ডিজেলের দাম বাড়িয়ে গত সাত বছরে ২১ লক্ষ কোটি টাকা আদায় করেছে সরকার। সেই টাকা সাধারাণ মানুষকে ফিরিয়ে দেওয়ার দাবি তোলেন কংগ্রেসের এই বর্ষীয়ান নেত্রী। এমনকী দেশীয় অর্থনীতির এই বেহাল অবস্থার মধ্যে মধ্যবিত্ত তথা কৃষক, পরিবহন কর্মীদের কথাও বিশেষ ভাবে ভাবার অনুরোধ করেন সোনিয়া।

More PETROL News