এক ম্যাচ বাকি থাকতেই এবারের মতো আইএসএল অভিযান শেষ হয়ে গেল বেঙ্গালুরু এফসি-র। আজ ফতোরদায় সুনীল ছেত্রীদের ২-১ গোলে হারিয়েছে এফসি গোয়া। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে থাকা গোয়া শেষ চারে ওঠার ব্যাপারেও অনেকটাই সুবিধাজনক জায়গায় চলে গেল।
আক্রমণ, প্রতি আক্রমণে শুরু থেকেই টানটান ছিল এই ম্যাচ। এদিন ৩ মিনিটের ব্যবধানে দুটি গোল পায় এফসি গোয়া। ২০ মিনিটের মাথায় ফর্মে থাকা আঙ্গুলো প্রথম গোলটি করেন। প্রতি আক্রমণে গিয়ে সুনীল ছেত্রী এরপরই প্রায় সমতা ফেরাচ্ছিলেন। কিন্তু গোয়ার গোলকিপার ধীরাজ সিং ঝাঁপিয়ে পড়ে নিজের দলকে রক্ষা করেন। ২৩ মিনিটে রেডিম ট্ল্যাংজে-র গোলে গোয়া ২-০-এ এগিয়ে যায়। ডু অর ডাই ম্যাচে ফিরতে এরপর আরও মরিয়া হয়ে ওঠে বেঙ্গালুরু।
৩৩ মিনিটে সুরেশ সিং ওয়াংজামের গোলে ব্যবধান কমায় বেঙ্গালুরু। এরপর সুনীল ছেত্রীরা বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। একবার ক্রসবারে লেগেও বল ফিরে আসে। দ্বিতীয়ার্ধেও গোয়া রক্ষণ তো বটেই, অনবদ্য ধীরাজের বেশ কিছু দুরন্ত সেভ সুনীলদের হতাশা বাড়াতে থাকে। প্রথমার্ধে বেঙ্গালুরু যেভাবে খেলেছে তাতে তিন-চারটি গোল পেতে পারত। পারেনি তিনকাঠির নীচে ধীরাজ অনবদ্য ভূমিকা নেওয়ায়। ম্যাচের শেষ লগ্নে গোলকিপার দুটি দুরন্ত সেভ করতে না পারলে বেঙ্গালুরুর লজ্জা আরও বাড়তেই পারত। যদিও প্রথমার্ধের ফল ম্যাচের শেষেও অপরিবর্তিতই থাকে।
এই ম্যাচ জিতে ১৯ ম্য়াচে ৩০ পয়েন্ট হলো গোয়ার। শেষ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। তার আগে হায়দরাবাদকে আগামীকাল এটিকে মোহনবাগান হারিয়ে দিলেই আরও সুবিধা হয়ে যাবে এফসি গোয়ার। শেষ ম্যাচে তারা খেলবে হায়দরাবাদের বিরুদ্ধেই।
এদিনের অপর ম্যাচে ব্যাম্বোলিমে মুখোমুখি হয় চেন্নাইয়িন এফসি ও কেরালা ব্লাস্টার্স। ম্যাচটি ১-১ গোলে শেষ হয়েছে। ১০ মিনিটে ফাতখুলেভের গোলে এগিয়ে ছিল চেন্নাই। ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় কেরল। ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে ৮০ মিনিটে মাঠ ছাড়েন চেন্নাইয়ের সিপোভিচ। ২০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এবারের আইএসএল অভিযান শেষ করল চেন্নাইয়িন। তারা রয়েছে আটে। ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে কেরালা ব্লাস্টার্স রয়েছে দশে।