মুম্বই: মহারাষ্ট্রে ফের করোনার সংখ্যা বাড়ছে। রবিবার রাজ্যের মানুষকে এব্যাপারে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি জানিয়েছেন, “চলতি বছরের মার্চ মাসে কোভিড -১৯ এর এক বছর পূর্ণ হবে। এই সময়ে আপনারা আমাকে পরিবারের সদস্য হিসাবে মনে করেছেন, এতে আমি খুবই খুশি। এই সময়টা কোনও ওষুধ ছিল না। তবে এখন ভ্যাকসিন আছে, ৯ লক্ষ মানুষ যার সুবিধাও পাচ্ছে।

উদ্ধব ঠাকরে নিজেই জানান, এখন প্রশ্ন হল সাধারণ মানুষ কবে টিকা পাবে? এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, এটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের হাতে। কেন্দ্রই ঠিক করছে, কতটা টিকা দেওয়া হবে।

তিনি বলেন, “আমরা টিকাকরণ অভিযান চালাচ্ছি। আমি আধিকারিকদের কাছে অনুরোধ করছি, তাঁরা যেন সামনে এগিয়ে এসে টিকাকরণের কাজ শুরু করে। এটা নিরাপদ। কিন্তু কেন্দ্র থেকে আমরা কতটা ভ্যাকসিন পাচ্ছি তার ওপরে নির্ভর করেই আমরা টিকাকরণ করতে পারছি।”

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানান, অমরাবতী থেকে প্রায় এক হাজার সংক্রমণের ঘটনা সামনে এসেছে। এটা যথেষ্ট উদ্বেগজনক। করোনা নিয়ন্ত্রণ করতে আমাদের সমস্ত প্রস্তুতি একেবারে তৈরি, কিন্তু সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে। সাধারণ মানুষ যদি মাস্ক না পড়ে, তবে লকডাউন করতে হবে। আপাতত করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ঘটনায় সোমবার থেকে সরকারী সভা, ধর্মীয় সভা, রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করা হচ্ছে।

‘I am Responsible’ অভিযান

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহারাষ্ট্র সরকার কর্তৃক সমস্তা সভা অনলাইনে হবে। পরবর্তী ৮ দিন করোনার বিস্তার রোধের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ৮ থেকে ১৫ দিনের মধ্যে বোঝা যাবে এটা করোনার দ্বিতীয় ধাক্কা কিনা। ঠাকরে বলেন, ‘আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। আমরা একটি নতুন ক্যাম্পেন শুরু করছি, ‘I am Responsible’.”

খোদ মন্ত্রীর রিসেপশন পার্টি বাতিল

উদ্ধব ঠাকরে বলেন, আমি জানি সাধারণ মানুষ এই ধরনের বিধিনিষেধ একেবারেই পছন্দ করে না। কিন্তু তবে এখন আমাদের কিছুটা কঠোর হতে হবে। তিনি বলেন, নীতিন রাউত কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে তাঁর ছেলের রিসেপশন পার্টি বাতিল করেছে। আমি তাঁকে ধন্যবাদ জানাই।”

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

সিনেমার বড় পর্দা থেকে টেলি পর্দার জগতে কতটা সম্মান পাচ্ছেন মেয়েরা? জানাবেন মিডিয়া টিচার অনুজা বাগচী।