এক ধাক্কায় পারদ পতন কলকাতায়?
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। রবিবার পড়তেই পারদ নেমে গিয়েছে ৪ ডিগ্রি কমে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ২৭.৭ ডিগ্রি সেলিসায়াস দাঁড়িয়েছে। এদিনের তাপমাত্রা স্বাভাবিকের তেকে ২ ডিগ্রি কম।
ঠান্ডা নামবে , তাহলে কি শীত আসছে?
এভাবে পারদ পতনের ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে,তাহলে কি শীত ফের একবার রাজ্যে হানা দিতে শুরু করেছে? এর উত্তর আবহাওয়া দফতর দিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই শীত পড়ার সম্বাবনা নেই। এরপর কলকাতা সহ পারদ চড়বে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। কেবলমাত্র আবহাওয়ার খামখেয়ালিপনার জন্যই পারদের এমন ওঠানামা।
দুই পশ্চিমীঝঞ্ঝার দাপট
জানা গিয়েছে, আগামী তিন চারদিনে উত্তর পশ্চিম ভারতের অধিকাংশ এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আঞ্চলিক হাওয়া অফিস জানিয়েছে, দুই পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমে হিমালয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর উত্তরপশ্চিম ভারতের একাধিক জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৫.৬
বালুরঘাট ১৪.৪
বাঁকুড়া ১৫.৮
বহরমপুর ১২.৬
বর্ধমান ১৮.৮
দার্জিলিং ৭.৪
কালিম্পং ৮.০
মালদা ১৭.৬
পুরুলিয়া ১৫.১
শ্রীনিকেতন ১৪.১