সচিনের সান্নিধ্যে বিরাট
২০০৯ থেকে ২০১৩ অর্থাৎ মোট পাঁচ বছর কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে ভারতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পেয়েছেন বিরাট কোহলি। এই সময় জাতীয় দলের হয়ে ৩১টি ওয়ান ডে (২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ অন্তর্ভূক্ত) ও ১৭টি টেস্ট খেলেছেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক।
সচিনের সঙ্গে আলোচনা
বিরাট কোহলি জানিয়েছেন যে কেরিয়ারের একটা সময় তাঁকেও মানসিক অবসাদে ভুগতে হয়েছিল। লাগাতার ব্যর্থতার জেরে তাঁর মনে হতাশা দানা বেঁধেছিল বলেও স্বীকার করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কিন্তু সেই সময় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পরামর্শ তাঁকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল বলে জানিয়েছেন বিরাট। রান মেশিন জানিয়েছেন যে এক ড্রেসিংরুম শেয়ার করার সময় সচিন তাঁকে কঠিন সময়েও ইতিবাচক থাকার মন্ত্র শুনিয়েছিলেন। পাহাড়প্রমাণ চাপের মধ্যেও কীভাবে নিজেকে শান্ত রাখা যায়, তাও তিনি মাস্টার ব্লাস্টারের থেকে শিখেছেন বলে স্বীকার করেছেন টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক।
বিরাটের অবসাদ
২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচে বিরাটের ব্যাট থেকে যথাক্রমে ১, ৪, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬, ২০ রান এসেছিল। মোট ১০টি ইনিংস মিলিয়ে ১৩.৪০-এর গড়ে রান করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এই ব্যর্থতায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। তাঁর আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছিল বলেও জানিয়েছেন বিরাট। ভারত অধিনায়কের তখন নিজেকে একা বলে মনে হয়েছিল।
ভারত বনাম ইংল্যান্ড
আগামী ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত। দিন-রাতের ফর্ম্যাটে হবে এই ম্যাচ।