ব্রিগেডে নতুন চ্যালেঞ্জ কাঁধে তুলে নিল বামেরা
ইদানিংকালের রাজ্য় রাজনীতিতে এ এক অতি চালু কথা,বামেদের নাকি দূরবীন দিয়েও দেখা যায় না! শাসকদল তৃণমূল কংগ্রেস হোক বা বিরোধী বিজেপি, এই একটা বিষয়ে অন্তত দুই পক্ষই সহমত৷ এমন একটা পরিস্থিতিতেই ব্রিগেডে নতুন চ্য়ালেঞ্জ কাঁধে তুলে নিল বামেরা৷ তাদের দাবি, ২৮ ফেব্রুয়ারির সমাবেশ হবে ঐতিহাসিক৷ শুধুমাত্র সিপিআইএমের তরফ থেকেই ব্রিগেডের আয়োজনে শামিল হতে আসবেন সাড়ে সাত লাখ মানুষ!
ভোট মরশুমে বামেদের বড় সাফল্য
বামেদের এই দাবি যদি সত্যি হয়, তাহলে ভোট মরশুমে তা হবে বড় সাফল্য৷ তথ্য় বলছে, কলকাতার ব্রিগেড ময়দান ভরার জন্য সাড়ে চার লাখের ভিড়ই যথেষ্ট৷ সেখানে শুধুমাত্র সিপিআইএম সমর্থকরাই যদি সাড়ে সাত লাখ হন, তাহলে উপচে পড়বে মাঠ৷ বামেদের দাবি, সাড়ে সাত লক্ষের লক্ষ্য়মাত্রায় পৌঁছাতে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়৷
জেলায় জেলায় চলছে প্রচার
মূলত, সিপিএমের নেতৃত্বেই জেলায় জেলায় চলছে প্রচার৷ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এক বিবৃতিতে জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশে সর্বশক্তি দিয়ে ঝাঁপানো হবে৷ তাঁর বার্তা, বাম-কংগ্রেস-সহ তৃণমূল ও বিজেপিবিরোধী ধর্মনিরপেক্ষ শক্তিগুলি একজোট হলে ব্রিগেডের চেহারাই পালটে যাবে৷
তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে আনা হচ্ছে কানহাইয়া কুমারকে
এছাড়া, তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে সিপিআই নেতা কানহাইয়া কুমারকেও বক্তা হিসেবে নিয়ে আসা হচ্ছে রাজ্যে। সেইসঙ্গে থাকবে একগুচ্ছ তরুণ মুখ৷ যাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে, রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান জানিয়েছেন, ওইদিন গুরুত্বপূর্ণ কোনও কর্মসূচি না থাকলে সভামঞ্চে বক্তব্য রাখতে আসবেন রাহুল গান্ধীও৷