সাত মাস পর মঙ্গলের মাটিতে অবতরণ করে নাসার পার্সিভিয়ারেন্স
টেকঅফের প্রায় সাত মাস পর মঙ্গলের মাটিতে অবতরণ করল নাসার পার্সিভিয়ারেন্স। এই নিয়ে নাসার পাঁচটি রোভার মঙ্গলগ্রহের মাটি ছুঁল। এর আগে মঙ্গলে পা রেখেছে সোজার্নার, যজম রোভার স্পিরিট ও অপরচুনিটি এবং কিউরিয়োসিটি। ফ্লাইট কন্ট্রোলার স্বাতী মোহন এ দিন ঘোষণা করেন, 'মাটি ছোঁয়ার খবর নিশ্চিত! পার্সিভিয়ারেন্স নিরাপদেই মঙ্গলের মাটিতে নেমেছে।'
মাইক্রোবিয়াল জীবনের চিহ্ন খুঁজে বেড়াবে পারসিভিয়ারেন্স
পারসিভিয়ারেন্স মঙ্গলে অবতরণের পর নাসার পক্ষ থেকে জানানো হয়, 'ঐতিহাসিক অভিযানে আগামী কয়েক বছরে মঙ্গলের প্রাচীন মাইক্রোবিয়াল জীবনের চিহ্ন খুঁজে বেড়াবে পারসিভিয়ারেন্স। মঙ্গল থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে যাতে মানব পরিদর্শকের যাওয়ার পথ প্রশস্ত হয়।'
আশা জাগাচ্ছে পারসিভিয়ারেন্স
১৯৬৫ সালের পর থেকে আমেরিকার ২০টি মঙ্গল অভিযানের মধ্য়ে পারসিভিয়ারেন্স সবচেয়ে বেশি আশা জাগাচ্ছে বলেও জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। পারসিভিয়ারেন্সের অবতরণের পরই আনন্দে ফেটে পড়েন নাসার ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা। 'সাত মিনিটের আতঙ্ক' কাটিয়ে স্বস্তির শ্বাস ফেলেন তাঁরা।
২৫টি ক্যামেরা ও দুটি মাইক্রোফোন পার্সিভিয়ারেন্সে
গত এক সপ্তাহের মধ্য়ে এই নিয়ে তৃতীয় পরিদর্শনের সাক্ষী লাল গ্রহ। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহী ও চিনের বিমান দুটি সফলভাবে মঙ্গলের অক্ষে ঢুকে পড়েছে। পারসিভিয়ারেন্সে রয়েছে ২৫টি ক্যামেরা ও দুটি মাইক্রোফোন। মঙ্গলে পৌঁছেই প্রথম ছবি পাঠিয়েছে এই রোভার। পার্সিভিয়ারেন্স নামের এই রোভার তার ৭ ফিট লম্বা হাত প্রসারিত করে মঙ্গল থেকে নমুনা সংগ্রহ করবে।