প্রাকৃতিক উপায়ে নতুন হ্রদ সৃষ্টি
গত বুধবার আইটিবিপি ও ডিআরডিও দলের প্রতিনিধিরা মুরেন্দাতে পৌঁছন। সেখানেই প্রাকৃতিক উপায়ে নতুন হ্রদ সৃষ্টি হয়েছে। সেই হ্রদের পাশেই বেস ক্যাম্প তৈরি করে এবং হেলিপ্যাড তৈরি করে কাজ করছেন এই দুই দলের প্রতিনিধিরা।
পরীক্ষা বিশেষজ্ঞদের
এই হ্রদটি আগামিদিনে কতটা উপযোগী হবে, এবং ওই অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আদৌও সহযোগী হবে কিনা, নাকি কোনও বিপদের সৃষ্টি করতে পারে, এই সমস্ত কিছুই তারা খতিয়ে দেখছেন।
নিহত বহু
সাত ফেব্রুয়ারি যে হড়পা বান চামোলি জেলায় আছড়ে পড়েছিল, তার ফলে ধৌলি গঙ্গার ওপরে তৈরি হতে চলা তপোবন হাইড্রো পাওয়ার প্রোজেক্টের কাজ পুরোপুরি তছনছ হয়ে গিয়েছে। এবং সেখানে কাজ করা বহু শ্রমিক মারা গিয়েছেন।