বিজয় হাজারের ম্যাচে ৯৪ বলে ১৭৩ হাঁকিয়ে আইপিএল ২০২১-এর ওয়ার্ম আপ সারলেন কিষাণ

মিনি নিলাম পর্ব মিটতেই আইপিএল ২০২১-এর দামামা বেজে গিয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে কোমর বাঁধতে শুরু করেছে দেশ ও বিদেশের ক্রিকেটাররা। তারই আবহে বিজয় হাজারে ট্রফি যেন ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। তার সম্পূর্ণ ফায়দা তুলতে কোনও ভুল করলেন না ঝাড়খণ্ড তথা মুম্বই ইন্ডিয়ান্সের বাঁ-হাতি উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান ইশান কিষাণ।

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলতে থাকা টেস্ট সিরিজের আবহেই দেশে শুরু হয়েছে বিজয় হাজারে ট্রফি। এই টুর্নামেন্টকে আইপিএল ২০২১-এর ওয়ার্ম আপ হিসেবেই দেখছেন এখনও জাতীয় দলে সুযোগ না পাওয়া ভারতীয় ক্রিকেটাররা। তাঁদেরই মধ্যে অন্যতম ইশান কিষাণ ৫০ ওভারের ফর্ম্যাটে বাইশ গজে রীতিমতো আগুন জ্বালিয়ে দিলেন। তাঁর ঝড়ো ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছে ক্রিকেট মহল।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির অতি গুরুত্বপূর্ণ ম্যাচে হোম টিম মধ্যপ্রদেশের মুখোমুখি হয় ঝাড়খণ্ড। ম্যাচে আগে ব্যাটিং করে প্রতিপক্ষের বিরুদ্ধে পাহাড়প্রমাণ রান খাড়া করে এমএস ধোনির রাজ্য। সৌজন্যে ইশান কিষাণের ৯৪ বলে ১৭৩ রানের অতিমানবিক ইনিংস। ১৯টি চার ও ১১টি ছক্কা দিয়ে সাজানো বাঁ-হাতি উইকেটরক্ষক তথা ব্যাটসম্যানের এই ইনিংস আইপিএল ২০২১-এর প্রস্তুতি হিসেবেই দেখছেন ক্রিকেট প্রেমী।

করোনা ভাইরাসের আবহে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএল চ্যাম্পিয়ন হয় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দলকে মোট পাঁচ বার বা টানা দুই বার এই খেতাব জয়ের স্বাদ অনুভব করাতে ইশান কিষাণ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে ৫১৬ রান করেছিলেন ঝাড়খণ্ডের এই তরুণ ক্রিকেটার। এবারও কিষাণের থেকে এমনই পারফরম্যান্স আশা করেন মুম্বই ইন্ডিয়ান্সের ফ্যানরা। তার ট্রেলর বিজয় হাজারে ট্রফিতেই দেখালেন ইশান।

More VIJAY HAZARE TROPHY News