মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে নতুনদের সুযোগ দিল ভারত৷ অক্টোবরে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপের কথা মাথা রেখে নতুনদের দেখে নিতে চান জাতীয় নির্বাচকরা৷ টেস্ট সিরিজের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে কোহলি অ্যান্ড কোং৷
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু ১২ মার্চ৷ পাঁচ ম্যাচের সিরিজের জন্য শনিবার ১৯ সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই৷ ২০২০ আইপিএল দারুণ পারফর্ম করার পুরস্কার পেলেন সূর্যকুমার যাদব, ইশান কিষান, বরুণ চক্রবর্তী এবং রাহুল তেওটিয়া৷ চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজের দলে না-থাকলেও ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরেছেন বিরাট কোহলির ডেপুটি রোহিত শর্মা৷
এদিনই বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে ৯৪ বলে ১৯৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইশান৷ পাশাপাশি উইকেটের পিছনে দস্তানা হাতে ৭টি ক্যাচ নিয়ে দলকে বড় রানে জয় এনে দেন তিনি৷ মধ্যপ্রদেশের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ১৯টি বাউন্ডারি ও ১১টি ছক্কা হাঁকান৷ মাত্র ৮৬ বলে দেড়শো রানের গণ্ডি টপকে যান বছর বাইশের ঝাড়খণ্ড অধিনায়ক৷ ইশানের দুরন্ত পারফরম্যান্সে ভর করে ৩২৪ রানে মধ্যপ্রদেশকে হারায় ঝাড়খণ্ড৷ গত নভেম্বরে আমীরশাহীতে ত্রয়োদশ আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে ৫১৬ রান করেছিলেন ইশান৷
আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ধারাবাহিক পারফর্ম করা সূর্যকুমারের সামনে অবশেষে জাতীয় দলের দরজা খুলল৷ অস্ট্রেলিয়া সফরে দলে ডাক না-পাওয়া হতাশ হয়েছেলিন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান৷ ২০১৮ এবং ২০১৯ আইপিএলে আনক্যাপড প্লেয়ার হিসেবে সর্বোচ্চ রান করেছিলেন সূর্যকুমার৷ মরু শহরের আইপিএলেও তাঁর ব্যাট চলেছিল৷ অস্ট্রেলিয়া সফরে সুযোগ না-পাওয়ার পর সূর্যকুমার বলেছিলেন, ‘ধারাবাহিকভাবে রান করার পর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে সুযোগ না-পেয়ে হতাশ৷ ভেবেছিলাম সুযোগ পাব৷ শুধু আইপিএলে নয়, সাদা বলের ফর্ম্যাটে আমি গত দু’বছর ধরে রান করে এসেছি৷’ আমীরশাহীতে ত্রয়োদশ আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৫টি ইনিংসে ৪৮০ রান করেছিলেন সূর্যকুমার৷
আর রাজস্থান রয়্যালেসর স্পিনিং অল-রাউন্ডার রাহুল তেওটিয়া৷ মরু শহরের আইপিএল নতুন আবিষ্কার তিনি৷ লেগ-স্পিনের পাশাপাশি ব্যাট হাতে চমক দেখিয়েছিলেন রাহুল৷ বেশ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে দলকে জিতিয়েছিলেন তিনি৷ এছাড়াও দলে সুযোগ পেয়েছেন কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তী৷ অস্ট্রেলিয়া সফরের টি-২০ দলে সুযোগ পেলেও চোটের জন্য অস্ট্রেলিয়া যেতে পারেননি৷ ফলে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের সুযোগ দিলেন নির্বাচকরা৷
টি-২০ সিরিজের দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস-ক্যাপ্টেন), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, ইশান কিষান, যুবেন্দ্র চাহাল, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওটিয়া, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, নভদীপ সাইনি এবং শার্দুল ঠাকুর৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.