বালুরঘাট : মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত একমাত্র সিবিআইকে দিয়েই করানো হোক। রাজ্য পুলিশের পক্ষে নিরপেক্ষ তদন্ত কখনোই সম্ভব নয়।

শনিবার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে এই ভাষাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’এর উপর আস্থার কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল।

মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের কাছে জাকির হোসেনের উপর হামলা ও বিস্ফোরণ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল বলেন, তাঁরা এখনও নিজেদের দাবিতেই অনড়। দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তর কথা জানিয়েছেন। এদিন কুশমন্ডির বাঘরাই চন্ডী মাঠে বিজেপির মহিলা মোর্চার সভা সহ দলীয় বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছানো প্রসঙ্গে তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে পাশাপাশি তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিত হয়েছেন যে তৃণমূল সরকারের আমলে আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই এখানে। তৃণমূল সরকার থাকাকালীন কখনই আইন ব্যবস্থা ঠিক হওয়া সম্ভব নয়। গণতন্ত্র প্রেমী সাধারণ মানুষ থেকে সকলেই চাইছেন বিধানসভা নির্বাচন নিরপেক্ষ ও অবাধ হউক। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে যে সমস্ত ব্যবস্থা নেওয়া উচিৎ তা নির্বাচন কমিশন নিচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার রাতে রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের গাড়িতে বোমাবাজি চালায় দুষ্কৃতীরা৷ ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন মন্ত্রী৷ মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে প্ল্যাটফর্মের ভিতর ঘটনাটি ঘটেছে৷ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মন্ত্রীকে প্রথমে ভর্তি করা হয়েছিল৷ জাকির হোসেনের বাঁ পা ও ডান হাত জখম হয়েছে। রাজ্যের মন্ত্রী ছাড়াও মুর্শিদাবাদ জেলার নাম করা ব্যবসায়ী জাকির হোসেন। কে বা কারা তাঁকে লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে সিআইডি৷

জানা গিয়েছে, নিজের বিড়ি কারখানা থেকে বের হওয়ার পরেই আক্রান্ত হন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন। সূত্রের খবর, নিমতিতা স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে মন্ত্রীকে লক্ষ্য করেই ছোড়া হয়েছে ওই বোমা। জাকির হোসেনের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরাও গুরুতর আহত হয়েছেন ওই ঘটনায়। গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পরে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে তাঁকে কলকাতায় এনে এসএসকেএমে ট্রমা কেয়ারে (SSKM Hospital) ভর্তি করা হয়৷ মন্ত্রীর চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। বৃহস্পতিবার জাকিরের অস্ত্রোপচার হতে পারে(surgery)৷ ইতিমধ্যেই মন্ত্রীর গাড়িতে বোমাবাজির ঘটনায় বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। এরই পাশাপাশি ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি৷ সকালে ঘটনাস্থলে যায় সিআইডি-র বম্ব স্কোয়াড।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

সিনেমার বড় পর্দা থেকে টেলি পর্দার জগতে কতটা সম্মান পাচ্ছেন মেয়েরা? জানাবেন মিডিয়া টিচার অনুজা বাগচী।