ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজের দল ঘোষিত, রয়েছে একাধিক চমক

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টি২০ দল এদিন ঘোষিত হয়েছে। সেই দলে রয়েছেন মোট ১৯ জন। এদিন বিসিসিআইয়ের তরফে দল ঘোষণা করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক টি২০ দলে কারা সুযোগ পেয়েছেন। টেস্ট সিরিজ শেষ হলেই তারপর টি২০ সিরিজ শুরু হবে। আপাতত দুই দল একটি করে টেসট জিতে সিরিজে সমতা রেখেছে। বাকি রয়েছে আরও দুটি টেস্ট। এই টি২০ সিরিজ বাদেও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল।

একনজরে ভারতের টি২০ স্কোয়াড

বিরাট কোহলি (ক্যাপ্টেন)

রোহিত শর্মা (সহ অধিনায়ক)

কেএল রাহুল

শিখর ধাওয়ান

শ্রেয়স আইয়ার

সূর্যকুমার যাদব

হার্দিক পাণ্ডিয়া

ঋষভ পন্থ (উইকেটকিপার)

ইশান কিশান (উইকেটকিপার)

যুজবেন্দ্র চাহাল

বরুণ চক্রবর্তী

অক্ষর প্যাটেল

ওয়াশিংটন সুন্দর

রাহুল তেওয়াটিয়া

টি নটরাজন

ভুবনেশ্বর কুমার

দীপক চাহার

নবদীপ সাইনি

শার্দুল ঠাকুর

More INDIA VS ENGLAND 2021 News