বিশ্বভারতীর সমাবর্তনে ভার্চুয়াল যোগ দিলেন আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাবর্তনের মঞ্চ থেকে দেশের নতুন শিক্ষানীতির সপক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। দেশের সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতী। তাই অখণ্ড ভারত গড়তে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর একসূত্রে ভারতকে বেঁধে রাখার কথা বলেছিলেন। গুরুদেবের সেই আদর্শ মেনেই ভারতের একতা রক্ষায় ছাত্রছাত্রীদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন আচার্য।