কলকাতা: শুক্রবারে আবহাওয়ার খামখেয়ালিপনা দেখতে পারে শহর কলকাতা। সকাল থেকেই শুরু হচ্ছে তাপমাত্রার ব্যাটিং। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রির আশেপাশে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির কাছাকাছি। সর্বোনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় বেশ কিছুটা বেশি। ফলে সকালের দিকেও আর থাকছে না শীতের আমেজ।
অন্যদিকে শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘ থাকবে। বেলা ১ টার পর থেকেই শহরে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামান্য বৃষ্টি হতে পারে বিকেল ৫ টা অবধি। দুপুর ২ টোর দিকে দিনের তাপমাত্রা সর্বোচ্চ হতে পারে।
বায়ুতে আর্দ্রতা থাকবে ৮১ শতাংশ। সূর্য উঠেছে সকাল ৬ টা বেজে ৬ মিনিটে। সূর্যাস্তের সময় বিকেল ৫ টা বেজে ৩৫ মিনিট।
বলা চলে শীতের ব্যাটিং শেষের পথে। সিঙ্গেল নিয়ে শুধু রাতের দিকেই চলছে শীতের ইনিংস। লেপ-কম্বল ছাড়ার আগেই তাপমাত্রা ছুঁয়ে ফেলছে ২০ ডিগ্রির ঘর।বেশ কয়েকদিন ধরে এমনটাই চলছে। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির কাছাকাছি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রিতে। অন্যদিকে জেলাগুলিতেও একই রকম আবহাওয়া থাকছে। সেখানে শীতের আমেজ আর একটু বেশি থাকবে।
এর আগে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি। মঙ্গলবার তা ছিল আবার ১৮.৮ ডিগ্রি সেলসিয়াসে। সব মিলিয়ে আমেজ থাকলেও এখন আর গায়ে লাগছে না শীত, সময় হয়েছে ধীরে ধীরে লেপ কম্বলকে বিদায় জানানোর।
আলিপুর আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস রয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়েও হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে। সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায়।
অন্যদিকে এবছর আর শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। নতুন করে পারদ পতনের সম্ভাবনা আর নেই বললেই চলে। শহর কলকাতাতো বটেই ধীরে ধীরে পারদ চড়তে পারে জেলাগুলিতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে না হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দ্রুত বাড়তে পারে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.