মুম্বই: প্রথমবার আইপিএল নিলামে উঠেছিলেন সচিন-পুত্র৷ প্রথমবারই দল পেয়েছেন জুনিয়র তেন্ডুলকর৷ চতুর্দশ আইপিএল নিলামে অর্জুন তেন্ডুলকরকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ আন্তর্জাতিক ক্রিকেট এখনও অভিষেক না-হলেও বাবা সচিন তেন্ডুলকরের পদাঙ্ক অনুসরণ করে অর্জুনের আইপিএলের অভিষেক হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই৷

নিলামে দল পাওয়ার পর এক ভিডিও বার্তায় অর্জুন জানান, ‘ছোট থেকেই আমি মুম্বই ইন্ডিয়ান্সের ডাই-হার্ড ফ্যান৷ আমি কোচেদের ধন্যবাদ দিতে চাই৷ পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি মালিক এবং সাপোর্ট-স্টাফরা আমার উপর আস্থা রাখায় ধন্যবাদ জানায়৷ ব্লু এবং গোল্ড জার্সি পরার জন্য অপেক্ষা করতে পারছি না৷’

চতুর্দশ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে চাপাবেন অর্জুন তেন্ডুলকর৷ বৃহস্পতিবার ২০২১ আইপিএল নিলামে সচিন-পুত্র’কে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ নিলামের শেষবেলায় প্রাথমিকভাবে অবিক্রিত থাকা জুনিয়র তেন্ডুলকরকে ২০ লক্ষ টাকায় কেনে ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। ভাই আইপিএল নিলামে বিক্রি হওয়ার পর দিদি সারা তেন্ডুলকর ইনস্টাগ্রামে অর্জুনকে এক বার্তা দেন৷ ইনস্টাগ্রাম স্টোরিতে সারা লেখেন, “Nobody can take this achievement away from you. It is yours:”

মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই সচিন তেন্ডুলকর আইপিএল খেলেছেন৷ মুম্বই ছেড়ে অন্য কোনও দলের হয়ে খেলেননি লিটল মাস্টার৷ খেলা ছাড়া পর মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে ভূমিকা পালন করেন সচিন৷ নিলামে কেনার পরই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে টুইটারে অর্জুনকে ওয়েলকাম করা হয়৷ মুম্বই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল টুইটারে লেখে, “Cricket in his blood. Refined in the nets. Now ready to take the 22-yards by storm. Welcome home, Arjun Tendulkar!”

গত রবিবার একটি আমন্ত্রণী শিল্ড টুর্নামেন্টে মুম্বইয়ের এমআইজি ক্রিকেট ক্লাবের হয়ে ৩১ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন অর্জুন। বিধ্বংসী সেই ইনিংস ৮টি ছক্কা হাঁকিয়ে ছিলেন সচিন-পুত্র। বিপক্ষের এক স্পিনারের এক ওভারেই ৫টি ছক্কা হাঁকান তিনি। শুধু ব্যাট হাতেই নয়। বল হাতে ৪১ রানে ৩ উইকেট তুলে নিয়ে তাক লাগিয়ে দেন বাঁ-হাতি পেসার। ব্যাটে-বলে সচিন-পুত্রের দৃষ্টিনন্দন পারফরম্যান্স নজর কাড়ে অনেকের৷ নিলামের শেষ প্লেয়ার হিসেবে অর্জুনকে তাঁর ব্রেস প্রাইস দিয়েই কেনে মুম্বই ইন্ডিয়ান্স৷

২০২১ সদ্য-সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের সিনিয়র দলের অভিষেক হয় অর্জুনের৷ মুম্বইয়ের হয়ে দু’টি ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে আইপিএল নিলামে হাতুড়ির নীচে আসার যোগ্যতা অর্জন করেন জুনিয়র তেন্ডুলকর। তার আগে অবশ্য মুম্বইয়ের বয়সভিত্তিক দল থেকে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। সৈয়দ মুস্তাক আলিতে জাতীয় টি-২০ টুর্নামেন্টে মুম্বইয়ের জার্সিতে হরিয়ানার বিরুদ্ধে ৩৪ রানে ১ উইকেট এবং পুদুচেরির বিরুদ্ধে ৩৩ রান দিয়ে এক উইকেট বছর একুশের অর্জুন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

সিনেমার বড় পর্দা থেকে টেলি পর্দার জগতে কতটা সম্মান পাচ্ছেন মেয়েরা? জানাবেন মিডিয়া টিচার অনুজা বাগচী।