দলে বৈচিত্র বাড়বে
বাংলাদেশের অল রাউন্ডার শাকিব আল হাসানের অন্তর্ভূক্তিতে কেকেআরের স্পিন ও ব্যাটিং বিভাগে বৈচিত্র বাড়বে বলে মনে করেন সিইও ভেঙ্কি মাইসোর। ইয়ন মর্গ্যান, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের ব্যাক আপ হিসেবে শাকিবের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন মাইসোর।
শাকিবের সঙ্গে সম্পর্ক ভাল
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন শাকিব আল হাসান। ২০১২ ও ২০১৪ সালের আইপিএলে শাহরুখ খানের দলকে খেতাব জেতাতে তিনি বড় ভূমিকা নিয়েছিলেন। ফলে বাংলাদেশী অল রাউন্ডারের সঙ্গে দলের সম্পর্ক সুমধুর বলে জানিয়েছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। পরিচিত পরিবেশে ফিরতে পেরে শাকিবও খুশি হবেন বলে মনে করেন ভেঙ্কি।
আইপিএলের জন্য জাতীয় দায়িত্ব বাদ
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল খেলার সুযোগ পেয়ে আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে অংশ নেবেন না শাকিব আল হাসান। তাঁর এই সিদ্ধান্তে সায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। জানানো হয়েছে যে জাতীয় দলে খেলার থেকেও কেকেআরের হয়ে আইপিএলে অংশ নেওয়াটা শাকিবের কাছে বড় ব্যাপার।
কেকেআর শিবিরে হরভজনও
বেস প্রাইস ২ কোটি টাকায় ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং-কে কিনে নিয়েছে কেকেআর। এতে দলের ভারসাম্য অনেক বাড়বে বলে মনে করেন সিইও ভেঙ্কি মাইসোর। অভিজ্ঞতা ও তারণ্যের মিশেলে দল হবে ভাল কিছু করবে বলেও আশাবাদী মাইসোর।