ফের আইপিএলের আঙিনায় পূজারা, টুর্নামেন্ট ও টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানের রেকর্ড

আরও একবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের আঙিনায় প্রবেশ করলেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। তা নিয়ে যাকে বলে হইহই ব্যাপার। আদ্যন্ত টেস্ট ক্রিকেটার পূজারা টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের অতি শক্তিশালী ক্রিকেটারদের সঙ্গে লড়াইয়ে কতটা পেরে উঠতে শুরু করেছে এখন থেকেই। সেই আবহেই পূজারার আইপিএল তথা টি-টোয়েন্টি রেকর্ড দেখে নেওয়া যাক।

মোট তিন দলের হয়ে আইপিএল খেলেছেন পূজারা

এখনও পর্যন্ত আইপিএলে তিনটি দলের হয়ে খেলেছেন চেতেশ্বর পূজারা। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের প্রথমবার টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। এরপর তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবে সদস্য হন চেতেশ্বর পূজারা।

পূজারার আইপিএল রেকর্ড

এখনও পর্যন্ত আইপিএলে ২২টি ইনিংসে ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছেন চেতেশ্বর পূজারা। ৩৯০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আইপিএলে পূজারার সর্বোচ্চ স্কোর ৫১। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১২৫ রান করেছেন ভারতীয় ব্যাটসম্যান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাত্র ৫১ রান করেছেন পূজারা।

পূজারার টি-টোয়েন্টি রেকর্ড

নিজের ক্রিকেট কেরিয়ারে মোট ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চেতেশ্বর পূজারা। ১৩৫৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্ম্যাটে পূজরার সাতটি অর্ধশতরানও রয়েছে। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০০।

সিএসকে শিবিরে পূজারা

আইপিএল ২০২১-এর নিলামে খানিকটা চমক জাগিয়ে চেতেশ্বর পূজারাকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে মহেন্দ্র সিং ধোনির দল।

More IPL 2021 News