নয়াদিল্লি: নতুন টিডিএস (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) বা‌ আয়ের উৎস থেকে কর কাটার নতুন বিধির ফলে বরিষ্ঠ নাগরিকদের উপর বোঝা বাড়তে পারে।নয়া বিধি পয়লা জুলাই থেকে কার্যকর হচ্ছে ।এর ফলে ব্যাংক বেশি হারে টিডিএস কাটবে সুপার সিনিয়র সিটিজেনদের (যাদের বয়স ৮০ বছরের বেশি) কাছ থেকে কারণ নতুন নিয়মে সেইসব ব্যক্তিদের কাছ থেকেও টাকা কাটা হবে যারা আয়কর দেন না। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এমন খবর বেরিয়েছে। ওই প্রতিবেদন অনুসারে, ব্যাংক বেশি হারে টিডিএস কাটবে সেই সব সুপার সিনিয়র সিটিজেনদের যারা অবসরের পর তাদের সঞ্চিত অর্থের একটা বড় অংশ জমা রয়েছে ব্যাংকে আমানত হিসেবে।

বর্তমানে সিনিয়র সিটিজেনরা যাদের করযোগ্য আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত তারা ব্যাংক এবং পোস্ট অফিসে ১৫ এইচ ফর্ম জমা করতে পারে ব্যাংক আমানতের উপর সুদ বাবদ আয়ে টিডিএস কাটা থেকে ছাড় পাওয়ার জন্য। যদি সুপার সিনিয়র সিটিজেন হন এবং আয়ের পরিমাণ ৫ লক্ষ টাকা বেশি না হয় তাহলে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার দরকার হয় না। ওইসব বরিষ্ঠ নাগরিকদের বয়স ৮০ বছরের বেশি এবং তাদের আয়কর রিটার্ন দেওয়ার দরকার নেই।

তবে নতুন প্রস্তাবিত টিডিএস বিধিতে কোন ব্যতিক্রম রাখা হয়নি যেখানে কোন ব্যক্তি যাদের আয়কর রিটার্ন জমা দেওয়া দরকার নেই (যেমন সুপার সিনিয়র সিটিজেন), এর ফলে ব্যাংক বেশি করে টিডিএস কাটতে পারে তাদের সুদ বাবদ আয় থেকে।বরিষ্ঠ নাগরিক যাদের ৬০ বছরের বেশি বয়স, তারা অর্থবছরের শুরুতেই ১৫ এইচ ফর্ম ভরে জমা দিত যাতে কোনও‌ টিডিএস কাটা না হয় সুদ বাবদ আয়ের উপর।

এবারের কেন্দ্রীয় বাজেট ২০২১এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আয়কর রিটার্ন দেওয়ার ব্যাপারে ছাড় পাওয়া যাবে যদি বয়স ৭৫ বছর বা তার বেশি হয়। ওই বরিষ্ঠ নাগরিকদের শুধুমাত্র পেনশন এবং সুদ বাবদ আয় থাকবে তবেই তারা আয়কর রিটার্ন ফাইল করা থেকে ছাড় পাবে। নইলে সংশ্লিষ্ট ব্যাংক তাদের আয় থেকে কর কাটবে।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

সিনেমার বড় পর্দা থেকে টেলি পর্দার জগতে কতটা সম্মান পাচ্ছেন মেয়েরা? জানাবেন মিডিয়া টিচার অনুজা বাগচী।