নয়া করোনা মিউটেশনে অ্যান্টিবডির প্রভাব এড়াচ্ছে ভাইরাস! মহারাষ্ট্র ঘিরে চরম উদ্বেগ শুরু

মহারাষ্ট্রের দুই জেলাতে আপাতত ব্যাপক হারে বাড়তে শুরু করে দিয়েছে করোনার সংক্রমণ। যা ভারতের করোনা গ্রাফে রীতিমতো উদ্বেগের কারণ বলে মনে করা হচ্ছে। অমরাবতী ও ইভতামাল দুই জেলায় লকডাউনের কিছু বিধির আওতায়। রাজ্যের পূর্ব প্রান্তের এই জেলাগুলিতে এক করোনা মিউটেশনের ঘটনায় আতঙ্কের রেশ ছড়িয়েছে।

ফের আতঙ্কের রেশ!

২০২০ সালে ভারতে যখন করোনার প্রবল দাপট শুরু হয়, তখন দেখা যায় মহারাষ্ট্রের পুনে নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করেছে দেশে। কার্যত পুনেই করোনার হটস্পট হতে শুরু করে। এরপর সেই মহারাষ্ট্রেরই সাতারা, ইভতামাল, অমরাবতী। আর এই ইভতামাল ও অমরাবতীতেই এক বিরল করোনা মিউটেশন দেখা দিতে শুরু করেছে।

জিনোম সিকোয়েন্সিং ও বিশেষজ্ঞদের মত

এদিকে, জানা গিয়েছে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে এই সংক্রান্ত ঘটনার নমুনা থেকে। তার সঙ্গে ইউকে বা ব্রাজিলের নতুন স্ট্রেনের মিল পাওয়ার কোনও খবর মেলেনি। তবে উদ্বেগ ছড়াচ্ছে এর অ্যান্টিবডির থেকে নিজেকে বাঁচানোর ক্ষমতা নিয়ে।

কী পাওয়া যাচ্ছে?

জানা গিয়েছে অমরাবতীতে একটি মিউটেশন পাওয়া গিয়েছে যা E484K, যা সেখান থেকে আসা ৪ টি নমুনাতেই রয়েছে। অণরাবতীর বিভিন্ন এলাকা থেকে এই নুমনা সংগ্ৃহিত হয়েছে। দেখা গিয়েছে সংস্ত জায়গায় একই মিউটেশন। যা অ্যান্টিবডির প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারে। দেখা যাচ্ছে দিল্লিতে যখন ফের করোনার নতুন করে প্রভাব শুরু হয়, তখন এই ধরনের মিউটেশন দেখা গিয়েছে, একই ঘটনা অন্ধ্রপ্রদেশের বেশ কিছু নমুনায় পাওয়া গিয়েছে। এবার মহারাষ্ট্রের ঘটনা ঘিরে আতঙ্কে দেশ।

করোনা যুদ্ধে ফের নয়া রেকর্ড ভারতের, ১ কোটি মানুষকে টিকা দিয়ে নয়া নজির স্বাস্থ্য মন্ত্রকের

More CORONAVIRUS News