মাদক সহ গ্রেফতার বিজেপি নেত্রী
বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার বিজেপি যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী। নিউ আলিপুরের রাস্তা থেকেই গ্রেফতার করা হয় বিজেপি নেত্রীকে। পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। পুলিশ পরিকল্পনা করেই আগে থেকে সেখানে প্রস্তুত ছিল পামেলা গোস্বামীর গাড়ি থামার পরেই তাঁদের আটক করা হয়। পামেলা গোস্বামীর হ্যান্ড ব্যাগ থেকে উদ্ধার হয়েছে কোকেন। এমনকী বিজেপি নেত্রী গাড়ির সিটের নিচ থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক। গ্রেফতার করা হয়েছে পামেলা গোস্বামীর সঙ্গী বিজেপি নেতা প্রবীর দেও।
মাদক পাচারের অভিযোগ
পুলিশের কাছেখবর ছিল প্রায় প্রতিদিনই নিউ আলিপুরের কোথাও না কোথাও রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়ান বিেজপি নেত্রী পামেলা গোস্বামী। গাড়িতে নিরাপত্তা রক্ষীদের বসিয়ে তিনি বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণ পরেই কয়েজন বাইকে করে এসে তাঁর কাছে মাদক নিয়ে চলে যায়। গোপন সূত্রে খবর পাওয়ার পরেই শুক্রবার নিউ আলিপুরে ফাঁদ পেতে ছিল পুলিশ। আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। পামেলা গোস্বামীর গাড়ি থামতেই পুলিশ গ্রেফতার করে তাঁকে।
বিপুল পরিমাণ মাদক উদ্ধার
পামেলা গোস্বামীকে গ্রেফতার করার পর তাঁর হ্যান্ড ব্যাগ পরীক্ষা করা হয়। ব্যাগ থেকে কোকেনের পাউচ উদ্ধার হয়েছে। এবং গাড়ির সিটের নীচ থেকেও বিপুল পরিমান মাদক উদ্ধার হয়েছে। সেই গাড়িতে ছিলেন নিরাপত্তা রক্ষীরাও। প্রায় ১০০ গ্রাম নিষিদ্ধ মাদক কোকেন উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। তাঁদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। প্রবীর দে ও পামেলা গোস্বামী দুজনেই মাদকাসক্ত ছিলেন বলে জানা গিয়েছে।
অস্বস্তি বিজেপিতে
অমিত শাহ এখনও শহর ছাড়েননি তার আগেই বিজেপি নেত্রী গ্রেফতারের ঘটনায় অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে তাতে কোনও সন্দেহ নেই। পামেলার সঙ্গে একাধিক প্রথম সারির বিজেপি নেতা-নেত্রীর যোগাযোগ রয়েছে। তারমধ্যেই এই ধরনের মাদক পাচারের ঘটনায় তাঁর হাত থাকা নিয়ে অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরে। পামেলা গোস্বামীর সঙ্গে মাদক পাচারের ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।