গলায় জড়ানো ছিল ওড়না, উন্নাও কাণ্ডে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য! গ্রেফতার দুই

গলায় ওড়না জড়ানো ছিল৷ আর মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছিল৷ উত্তর প্রদেশের উন্নাওয়ে উদ্ধার হওয়া দুই মৃত নাবালিকার বাবা এমনই দাবি করেছেন৷ তিনি পুলিশের কাছে দেওয়া বয়ানে এই কথাই জানিয়েছেন৷ বৃহস্পতিবার এই ঘটনায় অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ৷ মৃত নাবালিকাদের বাবার বয়ান পাওয়ার পরই এই মামলা রুজু করেছে পুলিশ৷ এদিকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ধৃত দুই জনের মধ্যে একজন নাবালক। আর মূল অভিযুক্ত বিনয় স্বীকার করেছে যে সে কীটনাশক মেশানো জল দিয়েছিল ওই মেয়েদের।

উন্নাওয়ের আশোহা এলাকার ঘটনাটি ঘটেছে৷ পুলিশ আগেই জানিয়েছিল যে আশোহা থানা এলাকার একটি মাঠে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তিন কিশোরীকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে দুই জনকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই তিনজনের বয়স ১৩,১৬ ও ১৭৷ তারা তফশিলি জাতিভুক্ত৷ ঘাস কাটতে তারা বাড়ি থেকে বেরিয়ে বুধবার মাঠে গিয়েছিল। তার পর তাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়৷

পুলিশ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ওই দুই জনের৷ কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ পুলিশ ৬টি তদন্তাকারী দল তৈরি করে তদন্ত করছে৷ কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ ঘটনাটি অনার কিলিং বা সম্মানরক্ষার্থে খুন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে৷

More UTTAR PRADESH News