রঙে ঢঙে এখন রংচঙে বিনোদন থেকে রাজনৈতিক জগত। কে গেল কার দলে, কে গেল কোন ফুলে, কে নিল কার আশীর্বাদ, কে পাল্টালো নিজের রং, এইসব নিয়েই এখন সরগরম সমাজ মাধ্যমের পাতা। এক কথায় মানুষের জন্য কাজ করার একটা অদ্ভুত ত্রাহি ত্রাহি রব উঠেছে এখন বিনোদন জগত থেকে আগত রাজনৈতিক নেতা-নেত্রীদের।

‘দলে থেকে কাজ করতে পারছিনা’, ‘দমবন্ধ পরিবেশে’ আর এখন ‘দিদির আশীর্বাদ নিয়ে বিজেপি করছি’ শব্দ এবং বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের মুখ দিয়ে সমানে বার হচ্ছে, আর তা নিয়ে মিম এর ছড়াছড়ি সর্বত্র।
এবারে সেই মিমে নাম জড়ালো অভিনেতা যশ দাশগুপ্তর।

বুধবার বিকেলে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিয়ে অফিশিয়ালি বিজেপিতে জয়েন করেছেন যশ দাশগুপ্ত। নানা ধরনের মিম এর পাশাপাশি সামাজিক মাধ্যমে কমেন্ট বক্সে অনেকেরই প্রশ্ন তাহলে কি নুসরাত এবং যশের প্রেম ভেঙে যাবে?

প্রসঙ্গত, এই ঘটনার কয়েকদিন আগে থেকেই তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী নুসরাত জাহান এর সঙ্গে তার স্বামী নিখিল জৈন এর সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হিসেবে নুসরাত এবং যশ এর মধ্যে তৈরি হওয়া প্রেমকেই দায়ী করা হয়েছে।

কয়েকদিন আগেই ডিকশনারি ছবির প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন নুসরত এবং যশ। মিডিয়া দুজনকে সমাজ মাধ্যমের পাতায় তৈরি হওয়া মিমকে নিয়ে প্রশ্ন করতে দুজনেই সে প্রশ্ন বুদ্ধিদীপ্ত ভাবে এড়িয়ে যান।

আবার শুরু আর এক বিষয়ে তরজা। যশ দাশগুপ্ত অভিনীত ছবির স্টিলের নীচে তাঁর বিজেপিতে যোগদানের ছবি দিয়ে উপরের ছবিতে ক্যাপশন, ‘ছুঁয়ে দে আঙুল।’ নীচের ছবিতে লেখা ‘ফুটে যাবে ফুল।’ এটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত অভিনীত “ওয়ার” ছবির গানের লাইন। কেউ বলছেন, ‘কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল যশের।’

অভিনেতা যদিও সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা মিম জনগণের কটাক্ষ নিয়ে একদমই নিরুত্তাপ এবং স্পিকটি নট হয়ে আছেন ।তবে, যশ বিজেপির পতাকা হাতে নিতেই টুইটারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তোপ দেগেছেন নুসরত। ভোট এবং ক্ষমতার খেলায় আর কার কার কোন কোন রূপ বেরোয় তাই এখন দেখার।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

সিনেমার বড় পর্দা থেকে টেলি পর্দার জগতে কতটা সম্মান পাচ্ছেন মেয়েরা? জানাবেন মিডিয়া টিচার অনুজা বাগচী।