গোলরক্ষকদের লড়াই
এসসি ইস্টবেঙ্গল : চলতি মরসুমের আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে তেকাঠির নিচে দুর্দান্ত পারফরম্যান্স করলেও আজকের ম্যাচে দেবজিৎ মজুমদারের পরিবর্তে অভিজ্ঞ সুব্রত পালকেই খেলাতে পারেন কোচ রবি ফাওলার।
এটিকে মোহনবাগান : আইএসএলে এখনও ১০টি ক্লিনশিট হাসিল করেছে এটিকে মোহনবাগান। সৌজন্যে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের দুর্দান্ত পারফরম্যান্স।
রক্ষণভাগের লড়াই
এসসি ইস্টবেঙ্গল : অভিজ্ঞ বিদেশি স্কট নেভিল ও ড্যানি ফক্সের সঙ্গে অঙ্কিত মুখোপধ্যায় ও নারায়ণ দাসের জুটি কেমন হয়, সেদিকে তাকিয়ে এসসি ইস্টবেঙ্গল।
এটিকে মোহনবাগান : আইএসএল খেতাব ধরে রাখতে প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি এবং শুভাশিস বোসের শক্তিশালী রক্ষণভাগের ওপর ভরসা রাখছেন এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস।
মাঝমাঠের অবস্থা
এসসি ইস্টবেঙ্গল : প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা আন্টোনি পিলকিংটনের ওপর মাঝমাঠের নেতৃত্ব তুলে দিতে পারেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। নিচ থেকে তাঁকে যোগ্য সঙ্গত করবেন স্বার্থক গোলুই, জ্যাকুয়াস মাঘোমা।
এটিকে মোহনবাগান : প্রণয় হালদার, কার্ল ম্যাকহাগ, জাভি হার্নান্ডেজ সম্বৃদ্ধ এটিকে মোহনবাগানের উইং ও মাঝমাঠ টুর্নামেন্টের অন্যতম সেরা।
আক্রমণভাগ
এসসি ইস্টবেঙ্গল : আন্টোনি পিলকিংটনকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলিয়ে এসসি ইস্টবেঙ্গলের আক্রমণভাগের দায়িত্ব ব্রাইট এনোবাখারের হাতে তুলে দিতে পারেন কোচ রবি ফাউলার।
এটিকে মোহনবাগান : ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা সম্বৃদ্ধ এটিকে মোহনবাগানের আক্রমণভাগ বেশ ঈর্ষনীয়। এবারও কি হিট হবে বিদেশি জুটি? তেমনটাই চায় সবুজ-মেরুন সমর্থকরা।