দ্বিতীয় আইএসএল ডার্বিতে কোন ফুটবলারদের দিকে তাকিয়ে থাকবে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান

আর কয়েক ঘণ্টা পরেই শুরু হতে চলা আইএসএল ডার্বিকে ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। নতুন কলেবরে লাল-হলুদ এবং সবুজ-মেরনের ঐহিত্যবাহী যুদ্ধ দেখার অপেক্ষায় বসে রয়েছেন আপাময় ফুটবল প্রেমী। আজকের লড়াই জিততে দুই দল কোন কোন ফুটবলারের দিকে তাকিয়ে থাকবে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

গোলরক্ষকদের লড়াই

এসসি ইস্টবেঙ্গল : চলতি মরসুমের আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে তেকাঠির নিচে দুর্দান্ত পারফরম্যান্স করলেও আজকের ম্যাচে দেবজিৎ মজুমদারের পরিবর্তে অভিজ্ঞ সুব্রত পালকেই খেলাতে পারেন কোচ রবি ফাওলার।

এটিকে মোহনবাগান : আইএসএলে এখনও ১০টি ক্লিনশিট হাসিল করেছে এটিকে মোহনবাগান। সৌজন্যে গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের দুর্দান্ত পারফরম্যান্স।

রক্ষণভাগের লড়াই

এসসি ইস্টবেঙ্গল : অভিজ্ঞ বিদেশি স্কট নেভিল ও ড্যানি ফক্সের সঙ্গে অঙ্কিত মুখোপধ্যায় ও নারায়ণ দাসের জুটি কেমন হয়, সেদিকে তাকিয়ে এসসি ইস্টবেঙ্গল।

এটিকে মোহনবাগান : আইএসএল খেতাব ধরে রাখতে প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি এবং শুভাশিস বোসের শক্তিশালী রক্ষণভাগের ওপর ভরসা রাখছেন এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস।

মাঝমাঠের অবস্থা

এসসি ইস্টবেঙ্গল : প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা আন্টোনি পিলকিংটনের ওপর মাঝমাঠের নেতৃত্ব তুলে দিতে পারেন এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। নিচ থেকে তাঁকে যোগ্য সঙ্গত করবেন স্বার্থক গোলুই, জ্যাকুয়াস মাঘোমা।

এটিকে মোহনবাগান : প্রণয় হালদার, কার্ল ম্যাকহাগ, জাভি হার্নান্ডেজ সম্বৃদ্ধ এটিকে মোহনবাগানের উইং ও মাঝমাঠ টুর্নামেন্টের অন্যতম সেরা।

আক্রমণভাগ

এসসি ইস্টবেঙ্গল : আন্টোনি পিলকিংটনকে অ্যাটাকিং মিডফিল্ডে খেলিয়ে এসসি ইস্টবেঙ্গলের আক্রমণভাগের দায়িত্ব ব্রাইট এনোবাখারের হাতে তুলে দিতে পারেন কোচ রবি ফাউলার।

এটিকে মোহনবাগান : ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা সম্বৃদ্ধ এটিকে মোহনবাগানের আক্রমণভাগ বেশ ঈর্ষনীয়। এবারও কি হিট হবে বিদেশি জুটি? তেমনটাই চায় সবুজ-মেরুন সমর্থকরা।

দ্বিতীয় আইএসএল ডার্বিতেও এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান কোচের মস্তিষ্কের লড়াই, জিতবে কে?

More ISL 2020 21 News