কলম্বো: সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ০-২ টেস্ট সিরিজ হেরেছে শ্রীলঙ্কা৷ কয়েকদিনের মধ্যে ক্যারিবিয়ান সফরে রওনা দেবে লঙ্কাবাহিনী৷ ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংবদন্তি বাঁ-হাতি পেসার চামিন্ডা ভাসকে নতুন ফাস্ট বোলিং কোচ হিসেবে নিযুক্ত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড৷
বৃহস্পতিবারই বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন ডেভিড সাকের৷ শুক্রবারই তাঁর উত্তরসুরি বেছে নিল শ্রীলঙ্কা৷ ২০১৯-এর ডিসেম্বরে ৫৪ বছরের সাকেরকে জাতীয় দলের বোলিং কোচ নিযুক্ত করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড৷ কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকালই সরে দাঁড়ান প্রাক্তন অজি ক্রিকেটার৷ এদিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে চামিন্ডা ভাসকে নিয়োগ করল শ্রীলঙ্কা ক্রিকেট৷ ডেভিড সাকেরের পদত্যাগের পর এই সিদ্ধান্ত নেওয়া হল৷’
৪৭ বছরের প্রাক্তন বাঁ-হাতি লঙ্কান পেসার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের হাই-পারফরম্যান্স সেন্টারের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করছেন৷ ইমার্জিং ও জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে কাজ করছেন তিনি৷ ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ১১১টি টেস্ট খেলেছেন ভাস৷ কিংবদন্তি এই বাঁ-হাতি পেসারের দখলে রয়েছে ৩৫৫টি টেস্ট উইকেট৷ এছাড়াও ৩২২টি ওয়ান ডে ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন৷ উইকেট নিয়েছেন ৪০০টি৷
পরের সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার ক্যারিবিয়ান সফরে রওনা দেবে শ্রীলঙ্কা৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ান ডে এবং তিন ম্যাচের টি-২০ টি-২০ খেলবে লঙ্কাবাহিনী৷ তবে শ্রীলঙ্কার এই সফর ফেব্রুয়ারির শুরুতে হওয়ার কথা ছিল৷ কিন্তু প্রধান কোচ মিকি আর্থার ও ওপেনিং ব্যাটসম্যান লাহিরু থ্রিমানে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দ্বীপরাষ্ট্রের দ্বীপপুঞ্জ সফরে পিছিয়ে যায়৷ তবে করোনামুক্ত আর্চার ও থ্রিমানে দলের সঙ্গে মঙ্গলবারই ক্যারিবিয়ান সফরে রওনা দেবেন৷
সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলে শ্রীলঙ্কা৷ কিন্তু দু’টি টেস্টেই ইংরেজদের কাছে নাস্তানাবুদ হয় লঙ্কাবাহিনী৷ ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুটের দুরন্ত পারফর্ম্যান্সের সামনে আত্মসমপর্ণ করে শ্রীলঙ্কা৷
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.