কলকাতা: নতুন বছর মানেই নতুন আশার আলো আর একরাশ নতুন লক্ষ্য। কিন্তু জীবনের ছুটে চলায় দম যোগায় শরীরচর্চা। ২০২০-র পর মানুষ আরো বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছে। বিশেষ করে যারা বয়স্ক বা নানা রোগে ভোগেন তাদের জন্যে শরীরচর্চা করা কতটা দরকারি তা ২০২০ সালেই বুঝে গেছেন তারা। তাই নতুন বছরের শুরু থেকেই নিজের জীবন ও মনকে পাল্টাতে এখন থেকেই শরণাপন্ন হন শরীরচর্চার। একনজরে পড়ে নিন এই বছরের হিট লিস্টে কী কী শরীরচর্চা রয়েছে।

১. আউটডোর শরীরচর্চা খুবই জনপ্রিয়। আপনি আপনার বহুদিনের ধুলো পড়া সাইকেলটিকে বের করে টুক করে কাছেপিঠে চলে যান। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের তো খুবই সুবিধা। প্রতিদিন ঘুম থেকে উঠেই তৈরী হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন আপনার এলাকার এই গলি-ওই গলি। মোটামুটি প্ৰতিদিন ১ ঘন্টা করে সাইক্লিং করলেই বেশ ভালো থাকবে পেশী। এছাড়াও সুইমিং বা ট্রেকিংও খুব ভালো শরীরের পক্ষে। তবে সেগুলি যেন প্রতিদিনের অভ্যেসে থাকে। ২০১৯-এর একটি রিসার্চ বলেছে যে বাইরে প্রকৃতির সঙ্গে ২ ঘন্টা কাটাতে পারলেও আপনি আগামী বেশ কিছু সময়ের জন্যে প্রাণবায়ু পেয়ে যাবেন।

২. আমাদের স্বাভাবিক জীবনের ছন্দে ছেদ টেনেছে করোনা ও লক ডাউন। তাই বাড়ি থেকে অফিস ও বাড়ির কাজ করতে করতে অনেকেই হাঁফ ছেড়ে বাঁচার উপায় খুঁজছিলেন। আপনাদের জন্যে মানসিক সুস্থতা সবার আগে দরকার। তাই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, প্রতিদিন যোগা বা মেডিটেশন অভ্যাস করা বেশ ভালো ফল দেবে এই ক্ষেত্রে। এমনকি যে কোনো ধরণের নাচও শিখতে পারেন বা জানলে অভ্যেসে রাখুন। কারণ ল্যাপটপে ৯ ঘন্টা মুখ গুঁজে বসে থাকতে গিয়ে পিঠের যা হাল হয়, তা থেকে নিষ্কৃতি দেবে এই মন্ত্রগুলোই।

৩. আপনাকে শরীর ফিট রাখতে দূরে কোথাও না গেলেও চলবে। আজকাল অনলাইনে অনেক ক্লাস হয় যেখানে শারীরিক ও মানসিক সুস্থতার পাঠ শেখানো হচ্ছে। আপনিও নাম লেখান সেখানে। এতে সামাজিকভাবেও আপনি অনেকটা সুস্থ থাকতে পারবেন।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

সিনেমার বড় পর্দা থেকে টেলি পর্দার জগতে কতটা সম্মান পাচ্ছেন মেয়েরা? জানাবেন মিডিয়া টিচার অনুজা বাগচী।