বাংলায় বদল চাই
এবার বাংলায় বদল চাই দাবি করলেন খোদ রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। মানুষ কথা বলতে ভয় পাচ্ছেন অভিযোগ করে রাজ্যপাল বলেছেন ২০২১ সালে বাংলায় বদল চাই। ফের রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের। এই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
গত কয়েক মাস ধরে রাজভবনের সঙ্গে তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছে রাজ্য সরকারের। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বাড়থে উত্তাপ।
রাজভবনে বদল হবে
রাজ্যপাল জগদীপ ধনখড়ের বদল মন্তব্যের পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেেসর মুখপাত্র কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেছেন রাজ্যপাল বিজেপি নেতার মতো কথা বলছেন। ২০২১-এ রাজ্যে কোনও বদল হবে না। রাজভবনে বদল হবে। রাজ্যপাল বদলে যাবেন। তৃণমূল কংগ্রেসই সরকার গড়বে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁকে শপথ বাক্য পাঠ করাতে হবে রাজ্যপালকে। তার আগে পদত্যাগ করতে পারেন কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যপাল।একই সঙ্গে তিনি বলেছেন রাজ্যপালের চিকিৎসা প্রয়োজন। তিনি চাইতে তৃণমূল কংগ্রেস তাঁর কবিরাজি চিকিৎসা করাতে পারে।
রাজ্যে ভয়ের বাতাবরণ
শুধু রাজ্যপাল নয়, বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন। বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। খুন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। খেলা হবে স্লোগান দিয়ে আরও ভয়ের পরিবেশ তৈরি করছে শাসক দল। রক্তের হোলি খেলা হবে একুশের ভোেট এমনই বার্তা দিচ্ছে তারা। এই নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন রাজীব।
রাজ্যে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের প্রস্তুতি শুরু করে গিয়েছে নির্বাচন কমিশন। আগামিকালই রাজ্যে পৌঁছে যাচ্ছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বািহনী। তারমধ্যে ১২৫ কোম্পানি আধাসেনাও থাকছে। বীরভূম,ঝাড়গ্রামে পৌঁছে যাবেন তাঁরা। আবার ভোট কর্মীদের ৬ মার্চের মধ্যে টিকাকরণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব জেলা শাসকদের এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন।