|
রোহিতের টুইট
আইপিএল ২০২১-এর নিলামে মোট সাত জন ক্রিকেটারকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। তঁদের ছবির কোলাজ নিয়ে তৈরি এক ভিডিও টুইটারে পোস্ট করেছেন রোহিত শর্মা। দলে আগত ক্রিকেটারদের স্বাগত জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক।
মুম্বই ইন্ডিয়ান্সে আগত ক্রিকেটার
আইপিএল ২০২১-এর নিলামে মোট সাত জন ক্রিকেটারকে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ার নাথান কুল্টার-নাইল, অ্যাডাম মিলনে এবং ভারতের প্রাক্তন লেগ স্পিনার পীযূষ চাওলাকে যথাক্রমে ৫ কোটি, ৩.২ কোটি এবং ২.৪ কোটি টাকা দিয়ে কিনেছে রোহিত শর্মার দল। জেমস নিশামকে ৫০ লক্ষ এবং য়ুধবীর চরক, মার্কো জানসেন ও অর্জুন তেন্ডুলকরকে ২০ লক্ষ টাকায় কিনেছে মুম্বই।
মুম্বই ইন্ডিয়ান্সের মোট খরচ
আইপিএল ২০২১-এর নিলামে সাত জন ক্রিকেটারকে কিনতে খুব বেশি টাকা খরচ করতে হয়নি মুম্বই ইন্ডিয়ান্সকে। জমা পুঁজির ১১.৭ কোটি টাকা খরচ করেছে রোহিত শর্মা শিবির।
কোথায় লাভ করেছে মুম্বই
অস্ট্রেলিয় অল রাউন্ডার নাথান কুল্টার-নাইলকে গত আইপিএলে আট কোটি টাকা দিয়ে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ২০২১-র নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছিল রোহিত শর্মা শিবির। বৃহস্পতিবারের মিনি নিলামে সেই নাথান কুল্টার-নাইলকে ৫ কোটি টাকা দিয়ে কিনেছে মু্ম্বই। সেক্ষেত্রে তিন কোটি টাকা বাঁচাতে পেরেছে মুকেশ আম্বানির দল।