১৯ ফেব্রুয়ারি সোনার দামে হু হু করে পতন! কলকাতায় দর একনজরে

ভারতের বাজারে ক্রমাগত দাম নামছে সোনা ও রুপোর। গত ৬ দিনে টানা নেমেছে সোনার দাম। মাঝে যদিও একটু চাঙ্গা হয়েছে হলুদ ধাতু, তবে তা সেভাবে প্রভাব ফেলেনি। এমন এক পরিস্থিতিতে আজ ১৯ ফেব্রুয়ারি সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াল দেখা যাক।

সোনার দাম

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে দাঁড়িয়েছে আজ ৪৬,১৪৫ টাকা। গত ৮ মাসের তুলনায় আজ সবচেয়ে কম সোনার দাম। এদিন ১০ গ্রামে ০.২ শতাংশ নেমেছে সোনার দর।

রুপোর দাম

এদিন রুপোর দাম ১ কেজিতে হয়েছে ৬৮,৪৭৯ টাকা। রুপোর দর এদিন ১ শতাংশ পড়েছে। ফলে সোনার মতোই রুপোর দরও নেমে গিয়েছে অনেকটা।

সোনার দাম কলকাতায়

২২ ক্যারেটে সোনার দাম কলকাতায় আজ ৪৬,১৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেটে সোনার দাম আজ ৪৮,৮৫০ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

এদিকে চেন্নাইতে এদিন সোনার দাম, ২২ ক্যারেটে ৪৩,৪০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৩৫০ টাকা। মুম্বইতে দাম ২২ ক্যারেটে ৪৫,৬৯০ টাকা, ২৪ ক্যারেটে ৪৬,৬৯০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৫৪০ চাকা, ২৪ ক্যারেটে দাম ৪৯,৬৮০ টাকা।

(তথ্য সূ্ত্র গুড রিটার্নস)

যশের রাজনীতিতে যোগের মাঝেই বিজেপির পার্নোর সঙ্গে তৃণমূলের মিমির ভিডিও ভাইরাল! জল্পনা তুঙ্গে

More GOLD News