বেঙ্গালুরুর পরিবেশ কর্মী দিশা রবির গ্রেফতারির পর থেকেই গ্রেটা থানবার্গের টুলকিট মামলায় রোজই খুলছে নতুন মোড়। এদিকে ইতিমধ্যেই দিশার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট তিনটি বেসরকারি সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ার অভিযোগ ওঠে। তারপরেই গোপনীয়তার অধিকারের দাবিতে আদালতের দ্বারস্থ হন এই টুলকিট কাণ্ডে ধৃত বিতর্কিত পরিবেশ কর্মী দিশা রবি। তদন্তের কাজে ব্যবহৃত তাঁর ব্যক্তিগত চ্যাট যাতে প্রকাশ্যে না আসে সে ব্যাপারে দিল্লি পুলিশকে নির্দেশ দিতে দিল্লি হাইকোর্টে আবেদন করলেন পরিবেশকর্মী।
যদিও পুলিশের পাল্টা দাবি এই ধরণের কোনও কাজই তাদের পক্ষ থেকে করা হয়নি। ফাঁসও করা হয়নি দিশার চ্যাট। যদিও তারপরেও কী করে দিশার ব্যক্তিগত কথোপোকথন মিডিয়ার হাতে এসে পৌঁছাল সেই প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ গ্রেটার শেয়ার করা 'টুলকিট’ নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরেই। দিল্লি সীমান্তে চলা কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করে একটি টুলকিট শেয়ার করেছিলেন বিশ্বখ্যাত সুইডিস পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ।
ওই টুলকিটেই খালিস্তানি যোগের পাশাপাশি দেশবিরোধী কার্যকলাপের ইন্ধন রয়েছে বলে দাবি পুলিশের। ওই বিতর্কিত টুলকিট সম্পাদনা ও প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কিছুদিন আগেই বেঙ্গালুরু থেকে ২১ বছরের তরুণী পরিবেশকর্মী দিশা রবিকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে একই অভিযোগে নিকিতা জ্যাকব ও শান্তন নামে দুই সমাজকর্মীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ। দিল্লি পুলিশের অভিযোগ পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন নামে একটি গ্রুপ এই টুলকিট তৈরি করেছিল। যে দলের সঙ্গে প্রত্যক্ষ যোগসাজস ছিল দিশার।
মমতা-অভিষেকের সভায় অনুপস্থিত একের পর এক তৃণমূল সাংসদ-বিধায়ক, ২১-এর আগে জল্পনা তুঙ্গে