অমিত শাহের মেগা শো
আর কিছুক্ষণের মধ্যেই নামখানা কাকদ্বীপে হতে চলেছে অমিত শাহের মেগা শো। কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে নামখানায় সভা করে পরিবর্তন যাত্রার সূচনা করবেন। উদ্বাস্তু পরিবারে দুপুরের খাবার খেয়ে তিনি রোড শোতে অংশ নেবেন। এদিন তাঁর নামখানার সভায় বিজেপিতে যোগ দিতে চলেছেন, তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
বেকারদের চাকরির দাবিতে পোস্টার
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকায় যাচ্ছেন একাধিক কর্মসূচি নিয়ে। যা নিয়ে সুন্দরবনে ব্যাপাক প্রচার চালিয়েছে গেরুয়া শিবির। তবে এদিন ঘুম থেকে উঠে এসএফআই-এর অভিনব প্রতিবাদ চোখে পড়েছে এলাকার মানুষজনের। অমিত শাহের যাত্রাপথে পিচ রাস্তায় লেখা দাঙ্গা নয়, চাকরি দিয়ে যান। কোথাও বা পোস্টার দেওয়া হয়েছে দুকোটি বেকারের চাকরি কই।
চোখ টানছে প্রতিবাদের ভাষা
২০১৪-তে ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দু কোটি বেকারের চাকরির সংস্থান করবে তাঁর সরকার। কিন্তু তারপর ছয় বছরের বেশি সময় পার হয়ে গিয়েছেন বাসস্তবে বছরে ২ লক্ষের কাজের সংস্থান করতে পারেনি এই সরকার। এমনটাই অভিযোগ বাম ছাত্র যুবদের। খালি পড়ে থাকা পদের অবলুপ্তি করেছে বিজেপি সরকার। একই পরিস্থিতি এই রাজ্যেরও। মুখ্যমন্ত্রী দাবি করে থাকেন রাজ্যে বেকার কমেছে ৪০ শতাংশ। কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে এত পরিযায়ী শ্রমিক কোথা থেকে এলেন। এদিকে প্রধানমন্ত্রীর চাকরির সংস্থানের প্রতিশ্রুতিকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্যে বিজেপির কর্মসংস্থানের প্রতিশ্রুতি কার্ডকেও কটাক্ষ করেছে বাম ছাত্রসংগঠন। বিজেপির তরফে ৭৫ লক্ষ বেকারকে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্ড নিয়ে তারা ঘরে ঘরে প্রচার করবে বলেও জানিয়েছে।
অমিট করুন অমিত শাহকে
এদিন সকালে অমিত শাহের নামখানার সভাস্থলের কাছেই অমিত শাহকে অমিট করুন লেখা ব্যানার, পোস্টার পাওয়া যায়। তা লাগিয়েছে বাম ছাত্রসংগঠন এসএফআই। অমিত শাহের সফরের প্রতিবাদ করতেই এই ব্যানার, পোস্টার, জানানো হয়েছে এসএফআই-এর তরফে।