চেন্নাই: চেন্নাইয়ে শুরু হয়ে গেল চতুর্দশ আইপিএলের মিনি অকশান। মিনি অকশানে যে সকল বিদেশি ক্রিকেটারদের দিকে নজর ছিল তাদের মধ্যে অন্যতম স্টিভ স্মিথ। সাড়ে ১২ কোটি টাকা স্যালারিতে বিগত বছরগুলোতে রাজস্থান রয়্যালসের অধিনায়কের দায়িত্ব সামলানো স্টিভ স্মিথকে চতুর্দশ আইপিএল নিলামের আগে আর রিটেইন করেনি রাজস্থান। তাই বৃহস্পতিবার নিলামে দারুণভাবে নজর ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের উপর।

বিশেষজ্ঞ মহলে কান পাতলে শোনা যাচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর শিবির বিরাট কোহলিরে পাশে স্টিভ স্মিথকে পেতে আগ্রহী হয়েছে। সেইমতো দর হাঁকানোর শুরুটা করেছিল তারাই। কিন্তু দিল্লি ক্যাপিটালস আসরে নামতেই আগ্রহ হারিয়ে ফেলে আরসিবি। এমনকি নিলামের শুরুর দিকে বিডিংয়ে স্মিথের নাম ঘোষণা হওয়ার পর টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানকে পেতে সেভাবে আগ্রহ প্রকাশ করেনি আর অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি। স্বভাবতই বেস প্রাইস থেকে মাত্র একধাপ উঠে এদিন নিলামে ২ কোটি ২০ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলেন স্মিথ।

নিলামে ২ কোটি টাকা বেস প্রাইস ছিল স্টিভ স্মিথের। অর্থাৎ আসন্ন আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসে পন্টিং-স্মিথ যুগলবন্দি দেখবেন অনুরাগীরা। মিনি অকশানের প্রথম রাউন্ডে স্মিথ ছিলেন এদিন তিন নম্বরে। মনে করা হয়েছিল তারকা ক্রিকেটারের জন্য ঝাঁপাবে পার্সে সর্বাধিক টাকার অংক নিয়ে নিলামে অংশ নেওয়া প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। কিন্তু স্মিথের জন্য আগ্রহ প্রকাশ করেনি তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কোচি টাস্কার্স, রাইজিং পুনে সুপারজায়ান্টস, রাজস্থান রয়্যালসের পর দিল্লি ক্যাপিটালস স্মিথের পঞ্চম আইপিএল ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে।

২০১০ আইপিএলের তৃতীয় সংস্করণে আরসিবি’র হয়ে কোটিপতি লিগে আত্মপ্রকাশ করেছিলেন স্মিথ। ২০১১ নিলামে কোচি টাস্কার্স স্মিথকে দলে নিলেও গোড়ালির চোটে খেলতে পারেননি স্মিথ। এরপর ২০১৪ আইপিএল নিলামে রাজস্থান তাঁকে দলে নেয় এবং মরশুমের দ্বিতীয়ার্ধে তাঁকে অধিনায়কত্ব প্রদান করে। এরপর রাজস্থানের সাসপেনশনের কারণে ২০১৬- ২০১৭ রাইজিং সুপারজায়ান্টের হয়ে খেলেন স্মিথ। এরপর রাজস্থান ফিরে আসতে পুনরায় ২০১৮ রাজস্থানের অধিনায়ক পদে আসীন হন তিনি। তবে স্যান্ডপেপার গেট কান্ডের জেরে ওই মরশুমে আইপিএলও খেলা হয়নি স্মিথের।

এরপর ২০১৯ আইপিএলে প্রত্যাবর্তন ঘটে স্মিথের। তবে অধিনায়কত্ব ফিরে পান মরশুমের মাঝপথে গিয়ে। এরপর গত মরশুমেও স্মিথের নেতৃত্বে মরুশহরে আইপিএল অভিযান শুরু করেছিল রয়্যালসরা। কিন্তু স্মিথের নেতৃত্বে লিগ টেবিলে একেবারে তলানিতে শেষ করার পর মরশুমে শেষে অজি ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজস্থান ফ্র্যাঞ্চাইজি।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

সিনেমার বড় পর্দা থেকে টেলি পর্দার জগতে কতটা সম্মান পাচ্ছেন মেয়েরা? জানাবেন মিডিয়া টিচার অনুজা বাগচী।