আইপিএল নিলামে স্বপ্নের লাফ দিলেন কর্নাটকের অফ-স্পিনার কাম অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম। তাঁকে নেওয়ার জন্য প্রথম চেষ্টা করেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। দরাদরিতে ২০ লক্ষ টাকার বেস প্রাইসের গৌতমের সাড়ে সাত কোটি ছাড়িয়ে যায়। এরপর ঝাঁপায় চেন্নাই সুপার কিংস। দর দেয় ৭.৭৫ কোটি টাকা। সানরাইজার্সের লড়াই শেষ অবধি জিতে নেয় ধোনির চেন্নাই। ২০ লক্ষ টাকা বেস প্রাইসের গৌতমের দর ওঠে চমকপ্রদ ৯.২৫ কোটি টাকা। এখনও অবধি ভারতীয়দের মধ্যে এটাই সেরা দর।
প্রীতি জিন্টার দলের হয়ে খেলতে দেখা যাবে শাহরুখ খানকে। সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে পারফরম্যান্সের পর নিলামে তাঁর দিকেও ছিল ক্রিকেটপ্রেমীদের নজর। আরসিবি, দিল্লি লড়াইয়ে থাকলেও শেষ অবধি ৫.২৫ কোটি টাকায় তামিলনাড়ুর এই ফিনিশারকে দলে নেয় পঞ্জাব কিংস। মুম্বইয়ের অলরাউন্ডার শিবম দুবের ছিল ৫০ লক্ষ টাকার বেস প্রাইস। তাঁকে ৪ কোটি ৪০ লক্ষ টাকায় নিয়েছে রাজস্থান রয়্যালস।
হোবার্ট হ্যারিকেনসের হয়ে খেলা অস্ট্রেলীয় জোরে বোলার রিলে মেয়ারডিথের বেস প্রাইস ছিল ৪০ লক্ষ টাকা। ৮ কোটি টাকার বিনিময়ে দিল্লির সঙ্গে টক্কর দিয়ে তাঁকেও নিয়েছে পঞ্জাব কিংস। দেড় কোটি টাকার বিনিময়ে ডেভিড মালানকেও তারা নিয়েছে।
তবে বাংলার বিবেক সিং প্রথম দফায় অবিক্রিত রয়েছেন। বেস প্রাইসেই কেরলের মহম্মদ আজহারউদ্দিনকে নিয়েছে আরসিবি। আরসিবিকে টেক্কা দিয়ে সৌরাষ্ট্রের বাঁ হাতি সিমার চেতন সাকারিয়াকে দেড় কোটি টাকার বিনিময়ে নিয়েছে রাজস্থান রয়্যালস।