সোনার দাম ১৮ ফেব্রুয়ারি
সোনার দাম ১৮ ফেব্রুয়ারি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বেড়েছে ০.৪০ শতাংশ । এদিন ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৪২৪ টাকা। ফলে ১০ গ্রামে আজ সোনার দাম বেড়েছে ১৮৭ টাকা।
রুপোর দাম
১৮ ফেব্রুয়ারি রুপোর দাম ১ কেজিতে দাঁড়িয়েছে ৬৯,৫২৪ টাকা। ১ কেজি রুপোতে দাম বেড়েছে ০.৪২ শতাংশ। ফলে রুপোর দাম এদিন ২৬৩ টাকা কেজি প্রতি বেড়েছে বলে খবর।
কলকাতায় সোনার দাম
কলকাতায় সোনার দাম ৪৬,১৬০ টাকা। কল্লোলিনী তিলোত্তমায় ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৮৬০ টাকা। প্রসঙ্গত, স্পট গোল্ড এদিন বাজারে ৭১৭ টাকা বেড়েছে। ফলে ১০ গ্রামে দাম হয়েছে ৪৬,১০২ টাকা।
অন্যান্য শহরে সোনার দাম
চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৩,৮০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৮০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৬৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬,৬৯০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৬,৬৯০ টাকা।
(তথ্য সূত্র-গুড রিটার্নস)