সোনার দাম ১৮ ফেব্রুয়ারি কোথায় পৌঁছল! কলকাতা সহ মেট্রো শহরে দর একনজরে

সোনা ও রুপোর দাম এদিন খানকিটা হলেও চড়তে দেখা গিয়েছে। গত কয়েকদিন পর পর পতনের পর এদিন চাঙ্গা হলুদ ধাতুর বাজার। গত ৫ দিন ধরে কার্যত স্তব্ধ ছিল সোনার দামের উর্ধ্বগতি। তবে এদিন সোনার দরের চমক রীতিমতো নজর কেড়েছে। একনজরে দেখা যাক ১৮ ফেব্রুয়ারি সোনার দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে।

সোনার দাম ১৮ ফেব্রুয়ারি

সোনার দাম ১৮ ফেব্রুয়ারি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বেড়েছে ০.৪০ শতাংশ । এদিন ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৪৬,৪২৪ টাকা। ফলে ১০ গ্রামে আজ সোনার দাম বেড়েছে ১৮৭ টাকা।

রুপোর দাম

১৮ ফেব্রুয়ারি রুপোর দাম ১ কেজিতে দাঁড়িয়েছে ৬৯,৫২৪ টাকা। ১ কেজি রুপোতে দাম বেড়েছে ০.৪২ শতাংশ। ফলে রুপোর দাম এদিন ২৬৩ টাকা কেজি প্রতি বেড়েছে বলে খবর।

কলকাতায় সোনার দাম

কলকাতায় সোনার দাম ৪৬,১৬০ টাকা। কল্লোলিনী তিলোত্তমায় ২৪ ক্যারেটে সোনার দাম ৪৮,৮৬০ টাকা। প্রসঙ্গত, স্পট গোল্ড এদিন বাজারে ৭১৭ টাকা বেড়েছে। ফলে ১০ গ্রামে দাম হয়েছে ৪৬,১০২ টাকা।

অন্যান্য শহরে সোনার দাম

চেন্নাইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৩,৮০০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৭,৮০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৬৯০ টাকা, ২৪ ক্যারেটে দাম ৪৬,৬৯০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৫,৫৫০ টাকা, ২৪ ক্যারেটে ৪৬,৬৯০ টাকা।

(তথ্য সূত্র-গুড রিটার্নস)

বিজেপিতে এবার যোগ দিতে চলেছেন 'মেট্রোম্যান' শ্রীধরন! বাম ভোটে থাবা বসাতে কোন প্রার্থী পদের প্রস্তাব

More GOLD News