চিন ও পাকিস্তান সীমান্তে যে কোনও পরিস্থিতি সামলাতে কতটা তৈরি সেনা? বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

চিন ও পাকিস্তান সীমান্তে যে কোনও পরিস্থিতি সামলাতে কতটা তৈরি সেনাবাহিনী? কমবাইনড কম্যান্ডার কনফারেন্সে যোগ দিয়ে তা সরেজমিনে খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দিকটিও পর্যালোচনা করবেন তিনি। মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে সিসিসি।

গুজরাতের কেভাডিয়ায় হতে চলেছে কমবাইনড কম্যান্ডার কনফারেন্স

গুজরাতের কেভাডিয়ায় হতে চলেছে কমবাইনড কম্যান্ডার কনফারেন্স। সেখানে উপস্থিত থাকবেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার শীর্ষ কম্যান্ডাররা। গত সপ্তাহের শেষে লাদাখ সীমান্তে চিন ও ভারতের বাহিনী সরিয়ে নেওয়ার প্রথম অধ্যায়ের পরপরই হতে চলেছে সিসিসি। চলতি বছরের মেরিটাইম থিয়েটার কম্যান্ড ও এয়ার ডিফেন্স কম্যান্ডের আগেই হতে চলেছে এই সম্মেলন।

সিসিসি-র প্রেক্ষাপট যথেষ্ট গুরুত্বপূর্ণ

স্বাভাবিকভাবেই এ বারের সিসিসি-র প্রেক্ষাপট যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবিষয়ে শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, 'তাঁর দ্বিতীয় মেয়াদকালে এই প্রথমবার সিসিসি-তে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বাহিনীকে ঐক্যবদ্ধ থেকে যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে তিনি দিশা দেখাবেন বলে আশা রাখি।'

দুই পক্ষের সেনার মধ্যে আলোচনা হয়

গত বছরের মে মাস থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনের মধ্যে সংঘাত লেগে রয়েছে৷ একাধিকবার দুই পক্ষের সেনার মধ্যে আলোচনা হয়েছে৷ কিন্তু চিনের অনড় মনোভাবের জন্য সমস্যার সমাধানের পথে বারবার বাধা পড়ছিল৷ শেষপর্যন্ত সমস্যার সমাধান হয়েছে৷

সীমান্ত থেকে সেনা প্রত্যাহার

এদিকে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হলেও এই নিয়ে দেশের অন্দরে রাজনৈতিক বিবাদ চলছে৷ সরকার জানিয়েছে যে এই সমঝোতায় ভারতের কোনও ক্ষতি হয়নি৷ কিন্তু তা মানতে নারাজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ আরও অনেকেই৷ এরই মাঝে ভারতীয় সেনা বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে আনে যেখানে দেখা যায় চিনা সেনা সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করছে।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা থেকে সেনা সরানো শুরু হয়েছে

ছবি এবং ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে চিনা সেনা লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা থেকে সেনা সরানো শুরু করেছে৷ পাশাপাশি চিন সেখানে যে তাঁবু খাঁটিয়েছিল বা পরিকাঠামো গড়ে তুলেছিল, সেগুলি ভাঙতে বা গোটাতে শুরু করেছে৷ পাহাড় থেকে নেমে যেতে দেখা গিয়েছে বহু চিনা সৈন্যকে৷ তবে এই ঘটনা প্যানগং লেকের দক্ষিণ পাড়ের না উত্তর পাড়ের, তা অবশ্য ভারতীয় সেনা স্পষ্ট করেনি৷

More BORDER News