চমকের আইপিএল ২০২১ নিলামে অবিক্রিত রয়ে গেলেন রথী-মহারথীরা, দেখে নেওয়া যাক তালিকা

করোনা ভাইরাসের আবহে আইপিএল ২০২১-এর নিলামে বেশ কিছু চমকে সচকিত হল ক্রিকেট দুনিয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে পরিত্যক্ত ক্রিস মরিসকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে এর আগে এত দামে কোনও ক্রিকেটারকে কেনা হয়নি। ১৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিয়েসন। ১৪.২৫ কোটি টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে কিনল বিরাট কোহলির দল। সবমিলিয়ে আইপিএল ২০২১-এর নিলামে ক্রিকেটার কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলির ১৪৫ কোটি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। অন্যদিকে এমন কিছু বিগ শটও রয়েছেন, যারা কোনও দলই পেলেন না। সেই তালিকা দেখে নেওয়া যাক।

১) অ্যালেক্স হেলস (বেস প্রাইজ ১.৫০ কোটি টাকা)

২) জেসন রয় (বেস প্রাইজ ২ কোটি টাকা)

৩) এভিন লুইস (বেস প্রাইজ ১ কোটি টাকা)

৪) অ্যারন ফিঞ্চ (বেস প্রাইজ ১ কোটি টাকা)

৫) হনুমা বিহারী (বেস প্রাইজ ১ কোটি টাকা)

৬) গ্লেন ফিলপস (বেস প্রাইজ ৫০ লক্ষ টাকা)

৭) অ্যালেক্স ক্যারি (বেস প্রাইজ ১.৫০ কোটি টাকা)

৮) শেলডন কোটরেল (বেস প্রাইজ ১ কোটি টাকা)

৯) আদিল রশিদ (বেস প্রাইজ ১.৫০ কোটি টাকা)

১০) অঙ্কিত রাজপুত (বেস প্রাইজ ৩০ লক্ষ টাকা)

১১) তুষার দেশপন্ডে (বেস প্রাইজ ২০ লক্ষ টাকা)

১২) সন্দীপ লামিছানে (বেস প্রাইজ ৪০ লক্ষ টাকা)

১৩) শন মার্শ (বেস প্রাইজ ১.৫০ কোটি টাকা)

১৪) মার্টিন গাপটিল (বেস প্রাইজ ৫০ লক্ষ টাকা)

১৫) মার্নাস লাবুশেন (বেস প্রাইজ এক কোটি টাকা)

১৬) বরুণ অ্যারন (বেস প্রাইজ ৫০ লক্ষ টাকা)

More IPL 2021 News