রাজভবনে মমতা
পৈলানের কর্মিসভা থেকে সোজা রাজভবনে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে প্রায় ১ ঘণ্টা বৈঠক করেন তিনি। কী বিষয়ে আলোচনা হয়েছেন দুই প্রশাসনিক প্রধানের সঙ্গে এই নিয়ে জল্পনা পারদ চড়েছে।যদিও রাজ্যপাল জানিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলা সহ একাধিক ইস্যুতে কথা হয়েছে তাঁদের মধ্যে। রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনা নিয়েও উদ্বেদ প্রকাশ করেছেন তিনি।
হাসপাতালে মন্ত্রীকে দেখতে রাজ্যপাল
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করেই রাজ্যপাল সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে মন্ত্রী জাকির হোসেনের। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন মন্ত্রী। তাঁর অস্ত্রোপচার হয়েছে। বুধবার রাতে নিমতিতা স্টেশনে বিস্ফোরণে গুরুতর জখম হন রাজ্যের শ্রমমন্ত্রী জাকির হোসেন। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যেয় তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনখড়।
তীব্র নিন্দা রাজ্যপালের
মন্ত্রী জািকর হোসেনের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেছেন হিংসা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। হিংসা নিয়ে কোনও সমস্যার সমাধান নয়। এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।রাজ্যের মন্ত্রীদের উপর হামলা করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
রেলের বিরুদ্ধে অভিযোগ
জাকির হোসেনের উপর হামলার ঘটনায় রেলের গাফিলতির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মন্ত্রী যাচ্ছেন জেনেও রেলের তরফে নিরাপত্তা বাড়ানো হয়নি। আরপিএফ সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে এই ঘটনায়সিট গঠন করেছেন মমতা। ঘটনাস্থল পরিদর্শনে েযতে পারে এনআইএও। রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েিছল বলে অভিযোগ করা হয়েছে।