চোট নিয়ে চিন্তা ছিল টুর্নামেন্টের শুরু থেকেই। তবু সহজেই কেরিয়ারের নবম অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। বিশ্বের এক নম্বর তারকা সহজেই হারালেন রাশিয়ান কোয়ালিফায়ারকে।
পাঁচদিন লকডাউন কাটানোর পর ফের মেলবোর্ন পার্কে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সেমিফাইনালে জোকারের প্রতিপক্ষ ছিলেন এটিপি ক্রমতালিকায় ১১৪ নম্বরে থাকা আসলান কারাতসেভ। জকোভিচ রড লেভার অ্যারেনায় ১ ঘণ্টা ৫৩ মিনিটের লড়াই জিতলেন স্ট্রেট সেটে। খেলার ফল ৬-৩, ৬-৪, ৬-২। গ্র্যান্ড স্লাম অভিষেকেই ফাইনালে ওঠা হল না কারাতসেভের।
জকোভিচের ঝুলিতে রয়েছে ১৭টি গ্র্যান্ড স্লাম খেতাব। তিনি অস্ট্রেলীয় ওপেনে জিতলে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের কাছে পৌঁছাবেন, দুজনেই ২০ বার গ্র্যান্ড স্লাম খেতাব জিতেছেন। ফাইনালে জকোভিচের সামনে থাকবেন চতুর্থ বাছাই ড্যানিল মেদভেদেভ বা পঞ্চম বাছাই স্তেফানো সিসিপাস। পারস্পরিক সাক্ষাতে দুজনের চেয়েই এগিয়ে আছেন শীর্ষ বাছাই। সিসিপাস নাদালকে হারানোয় ৮ মার্চ অবধি এটিপি বিশ্ব ক্রমতালিকায় শীর্ষেই থাকবেন জকোভিচ। ৩১১ সপ্তাহ এই স্থান ধরে রেখে তিনি ফেডেরারের রেকর্ড ভেঙে গড়বেন নয়া কীর্তি।
আইপিএল নিলামে নয়া রেকর্ড ক্রিস মরিসের, ভাঙলেন যুবরাজের রেকর্ড