এখনও অবধি আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর পেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২ কোটি বেস প্রাইস ছিল এই অজি অলরাউন্ডারের। সেখান থেকে দর ওঠে ১৪ কোটি ২৫ লক্ষ টাকায়। আরসিবি নিল অলরাউন্ডার ম্যাক্সওয়েলকে। তাঁকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স প্রথম আগ্রহ দেখায়। তাঁর জন্য ঝাঁপায় রাজস্থান রয়্যালস। এরপর ম্যাক্সওয়েলকে নিতে আগ্রহ দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। কেকেআর, রাজস্থানের হাতছাড়া হন ম্যাক্সওয়েল। লড়াই দাঁড়ায় বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে। তবে ম্যাক্সওয়েলকে শেষ অবধি নিতে সক্ষম হয় আরসিবি।
বেশ কয়েকজন ক্রিকেটার অবিক্রিত থাকার পর এদিন প্রথম ক্রিকেটার হিসেবে দল পেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বেস প্রাইস ২ কোটিতে স্মিথকে নিতে চাইলেও ২ কোটি ২০ লক্ষ টাকায় স্মিথকে নেয় দিল্লি ক্যাপিটাল। দল পাননি জেসন রয়, অ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চ, এভিন লুইস, করুণ নায়ার, কেদার যাদব, হনুমা বিহারীরা।