রাজস্থানের গঙ্গানগরে পেট্রোল ছাড়াল ১০০ টাকা
রাজস্থানের গঙ্গানগরে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। গুডরিটার্নস-এ দেওয়া তথ্য অনুযায়ী এদিন সেখানে পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০. ২৩ টাকা। নন ব্র্যান্ডেড পেট্রোলের মূল্য লিটার পিছু ১০০. ৪৯ টাকা। এছাড়াও হনুমানগড়ে পেট্রোলের মূল্য লিটার পিছু ৯৯. ৮৫ টাকা। মধ্যপ্রদেশের নাগরাবাঁধে পেট্রোলের মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১০০. ৭৬ টাকা।
সারা দেশেই বেড়েছে দাম
শুধু দুই রাজ্যের কয়েকটা শহরেই নয়, সারা দেশেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে। বৃহস্পতিবার নিয়ে পরপর দশ দিন এই দাম বাড়ল। এদিনের মূল্যবৃদ্ধির পর দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৮৯.৮৮ পয়সা এবং ৮০. ২৭ টাকা। মুম্বইতে যথাক্রমে ৯৬.৩২ টাকা এবং ৮৭. ৩২ টাকা। চেন্নাইতে যথাক্রমে ৯১. ৯৮ এবং ৮৫.৩১টাকা , কলকাতায় যথাক্রমে ৯১. ১১, টাকা এবং ৮৩. ৮৬ টাকা।
সরকারের অবস্থান জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী
পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হলেও, সরকার দেশবাসীকে রেহাই দিতে রাজি নয়। কার্যত এই মনোভাব জানিয়েছেন পেট্রোলিয়ামমন্ত্রী। বাজেট অধিবেশন চলার সময় পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, কেন্দ্র এখনই এক্সাইজ ডিউটি কমানোর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেছিলেন, এগত একবছরে প্রথমবারের জন্য বিশ্বব্যাপী তেলের মূল্য ব্যারেল পিছু ৬১ ডলার পার হয়ে গিয়েছে। তেলের চাহিদা বৃদ্ধির জন্যই এই পরিস্থিতি বলে জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য দেশে এখন তেলের দাম নির্ধারণ হয় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং ডলার ও টাকা বিনিময় মূল্যের ওপর নির্ভর করে। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রও জ্বালানি তেলের ওপরে কর নিয়ে থাকে।
সরকারের তরফ থেকে পেট্রোলিয়াম উৎপাদক দেশগুলির পাশাপাশি সহযোগী দেশ রাশিয়ার কাছে অনুরোধ করা হয়েছে জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর জন্য। তাহলে এই মূল্যবৃদ্ধি করতে পারে। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগামী ৪ মার্চ তেল উৎপাদক দেশগুলির সঙ্গে বৈঠক করবেন। তাঁর আগে তিনি বলেছেন, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধিতে সব থেকে বেশি প্রভাব পড়ছে ভারতের জনগণের ওপরে।
দায়ী পূর্বতন সরকারগুলি
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জ্বালানির মূল্যবৃদ্ধির দায় চাপিয়েছেন পূর্বতন সরকারগুলির ওপরে। তিনি বলেছেন, আগেকার সরকারগুলি আমদানি করা জ্বালানির ওপরে নির্ভরতা কমাতে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি।