তৃণমূলে জিতেন্দ্র বড় দায়িত্ব পেতেই দিলীপ ঘোষের সুর কি নরম! ফের জল্পনার পারদ তুঙ্গে

গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড় হয়েছে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে। জিতেন-জল্পনা কার্যত আসানসোলের গণ্ডি ছাড়িয়ে কলকাতার রাজনীতির অলিন্দে বিভিন্ন সময়ে ঘুরপাক খেয়েছে। বহু পর্বের পর জিতেন্দ্র তিওয়ারি ফের তৃণমূলে ফিরে গিয়েছেন। এদিক, জল্পনার অঙ্ক তার পরেও থামছে না। আপাতত দিলীপ ঘোষের মন্তব্যের পর তা নতুন করে বহু প্রশ্নকে উস্কানি দিচ্ছে।

একুশের আগে বড় দায়িত্ব ও জিতেন ফ্যাক্টর

একটা সময় জিতেন্দ্র তিওয়ারির বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রবল জল্পনা চলেছে। তাঁর পদত্যাগ, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর জল্পনার পারদ তুঙ্গে উঠলেও তিনি ফের একবার দিদির শিবিরেই ফিরে এসেছেন। বিধানসভা অধিবেশনে কলকাতায় এসে দলের সমস্ত নির্দেশ পালন করতে দেখা গিয়েছিল জিতেন্দ্রকে। তারপর এক বেসরকারি চ্যানেলের সভায় তৃণমূল কংগ্রেসের তরফে অংশ নিয়ে ডিবেট মাত করেছেন জিতেন্দ্র। এরপরই দলে বড় পদ পেয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। তৃণমূল তাঁকে জাতীয় মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন।

জিতেন্দ্র ও পোস্টার ইস্যু

এদিকে, জিতেন্দ্ররই খাস তালুকে তাঁর বিরুদ্ধে একের পর এক পোস্টার পড়তে দেখা যাচ্ছে। এই নিয়ে রীতিমতো তোলপাড় পাণ্ডবেশ্বরের রাজনীতি। 'বালি চোর বিধায়ক, আর নেই দরকার' এমন বক্তব্য দিয়ে জিতেন্দ্রর বিরুদ্ধে পোস্টার পড়ছে পাণ্ডবেশ্বরে।পাণ্ডবেশ্বর নাগরিক মঞ্চের নামে পড়া এই পোস্টার নিয়েও শুরু হয়েছে জল্পনা।

'ত্রিশঙ্কু' জিতেন্দ্র!

এদিকে, জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে যখন পরিস্থিতি এমনভাবে ঘূর্ণিপাক নিচ্ছে, তখন বঙ্গবিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলছেন , জিতেন্দ্র তিওয়ারি 'ত্রিশঙ্কু হয়ে ঘুরছেন'। ফের একবার বিজেপির ঘরে জিতেন্দ্রর নাম এবং 'ত্রিশঙ্কু' শব্দটি নিয়ে এবার জল্পনা শুরু হয়েছে বাংলার বুকে। এমনকি জিতেন্দ্রকে দলে নেওয়া হবে কি না, তা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, সেবিষয়ে তিনি নন, দল সিদ্ধান্ত নেবে। ফলে জিতেন্দ্রকে ঘিরে এখনই যে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিজেপি, তা ফের একবার দিলীপের কথায় স্পষ্ট হয়েছে। আর এর হাত ধরেই জল্পনা থেকে যাচ্ছে।

জিতেন ফ্যাক্টর ও বিজেপি

এর আগে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দেবেন শুনে , সায়ন্তন বসু, থেকে অগ্নিমিত্রা পলরা মুখ খুলেছিলেন প্রকাশ্যে। জিতেন্দ্রকে নিয়ে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করতে শোনা যায় বাবুলের কণ্ঠেও। যদিও পরবর্তীকালে সায়ন্তন, অগ্নিমিত্রাকে শোকজ করে বিজেপি, এবং বাবুলের ক্ষেত্রেও জিতেন্দ্র সম্পর্কে সুর খানিকটা স্তিমিত হতে দেখা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের মন্তব্য প্রাসঙ্গিক বলে মনে করছেন অনেকেই।

জিতেন্দ্র তিওয়ার কী বলছেন?

' উনি (দিলীপ ঘোষ) মা দুর্গাকে নিয়ে বলতে পারেন, মাদুর্গাকে চ্যালেঞ্জ করতে পারেন, আমি তো সাধারণ মানুষ। আমায় নিয়ে বলতেই পারেন'। দিলীপ ঘোষের মন্তব্য সম্পর্কে একথা বলতে শোনা গেল জিতেন্দ্র তিওয়ারিকে। এর সঙ্গেই জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, 'শুভেন্দুদা বললেন আমি মুখ্যমন্ত্রী হব বিজেপিতে গিয়ে, তাঁকে হাত ধরে বসিয়ে দিলেন, আমি রাম তুই লক্ষ্ণণ, উনি (দিলীপ ঘোষ) অনেক কিছুই পারেন।'

More JITENDRA TIWARI News