৭ বছর পর আইপিএলের আকাশে ফের তেন্ডুলকরের উদয়, ২০ লক্ষ টাকায় মুম্বইয়ে অর্জুন

সাত বছর পর আইপিএলের আকাশে ফের উদয় হল তেন্ডুলকরের। প্রত্যাশা মতোই ২০২১ মরসুমের জন্য কিংবদন্তি সচিন-পুত্র অর্জুনকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়ল ক্রিকেট প্রেমীদের মধ্যে। কত টাকায় অর্জুনকে কিনল মুকেশ আম্বানি শিবির, তা দেখে নেওয়া যাক।

অর্জুনকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স

প্রত্যাশা মতোই কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরকে ২০২১ মরসুমের জন্য কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। মিনি নিলামে অর্জুনের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। সেই মূল্যেই সচিন-পুত্রকে কিনে নেয় মুম্বই।

সাত বছর পর তেন্ডুলকরের উদয়

২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেরিয়ারের শেষ আইপিএল খেলেছিলেন সচিন তেন্ডুলকর। সেবার ১৪টি ম্যাচ খেলে ২৮৭ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। ৫৪ রান ছিল সচিনের সর্বোচ্চ স্কোর। সাত বছর পর তাঁর পুত্র অর্জুন একই দলের হয়ে আইপিএল খেলার সুযোগ পেলেন।

মুস্তাক আলিতে অর্জুনের পারফরম্যান্স

সৈয়দ মুস্তাক আলি ট্রফির হাত ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অর্জুন তেন্ডুলকরের। মুম্বইয়ের হয়ে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সচিন-পুত্র। দুটি উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার।

দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া

আইপিএল ২০২১-এর নিলামে সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর দল পাওয়ায় ক্রিকেট মহলে মিশ্র প্রতিক্রিয়া চোখে পড়েছে। কারও মতে অর্জুনের পরিবর্তে কোনও ইন ফর্ম ঘরোয়া ক্রিকেটারের সুযোগ পাওয়া উচিত ছিল। অন্য পক্ষের মতে মুম্বই ইন্ডিয়ান্সের সিদ্ধান্ত সঠিক।

শাকিব-ভাজ্জিরা এলেও কেকেআরে এবারও ব্রাত্য বাংলা

More IPL 2021 News