পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত
পশ্চিমী ঝঞ্ঝার যে আঘাত উত্তর পশ্চিম ভারতে পড়েছে, তার প্রভাব পড়ছে এই রাজ্যেও। শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আঘাত হানার পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরে। মধ্যভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের পরিস্থিতিও তৈরি হয়েছে। এছাড়াও পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারকে বাদ দিয়ে বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিনদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। তবে কোথাও কোথায় কুয়াশার দাপট দেখা দিতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিনদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এছাড়াও আগামী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৪.৮ (১৮)
বালুরঘাট ১১.৮ (১১.৬)
বাঁকুড়া ১৪.৬ ( ১৯)
ব্যারাকপুর (১৬.৩)
বহরমপুর ১৩.৮ (১২.৬)
বর্ধমান ১৬ (১৮.৬)
ক্যানিং ১৮ ( ১৮)
কোচবিহার ১৩.১ ( ১৩.৫)
দার্জিলিং ৫.৮ (৪.৮)
দিঘা ১৬.৯ (১৭.৮)
কলকাতা ১৭.১ ( ১৯.৫)
মালদহ ১৭.৯ (১৮.৬)
পানাগড় (১৬.৬)
পুরুলিয়া ১৪.৫ (১৭.১)
শিলিগুড়ি (১৩)
শ্রীনিকেতন ১৪.৭ (১৭.১)